মুনাজাত ..
লিখেছেন লিখেছেন মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম ০১ মার্চ, ২০১৬, ০৮:০৯:০০ রাত
হে প্রভু,
জগতের একমাত্র অধিপতি
তোমার কাছে ছাড়া আর কারো কাছে মাথা নত করা শিখি নি।
তুমি এই নশ্বর পৃথিবীতে পাঠিয়েছ তোমার খলিফা হিসাবে,
সৃজন করেছ তোমার বন্দেগীর উদ্দেশ্যে
তুমি বিধান দিয়েছ মানবের তরে
ইচ্ছার স্বাধীনতা দিয়েছ,
মানলে পরে পাওয়া যাবে চির আকাঙ্খিত সুখের স্থায়ী নিবাস-জান্নাত,
যেখানে প্রয়োজনের আগেই মিলবে কাঙ্খিত বস্তু।
আমার মানব জীবন ধন্য-তোমার পেয়ারা হাবীব(স)এর উম্মত হতে পেরে।
তুমি আমায় রূপ দিয়েছ, গুণ দিয়েছ, দিয়েছ যৌবন
স্ত্রী-পুত্র,পরিবার-পরিজন, স্নেহ-মায়া-প্রীতি
প্রেম-ভালবাসা, দয়া-দাক্ষিণ্য
এই সুন্দর শরীর দিয়েছ, বিবেক-বুদ্ধি, জ্ঞান-গরিমা, আর প্রাণ উচ্ছল মনটা।
ভাল-মন্দ, সত্য-মিথ্যা পরখ করার ক্ষমতা
আমাদের কিসের অভাব? কিসের শূন্যতা?
কেন থাকবে আমাদের হতাশা?
পরম কায়মনোবাক্যে তোমাকে সিজদায় লুটিয়ে পড়ে বলি
হে আমার রব, হে আমার মালিক,
আইনদাতা, বিধানদাতা, পালনকর্তা
আমাকে সরল-সোজা পথে পরিচালিত করো।
আর যারা তোমার তোমার অনুগ্রহ প্রাপ্ত, রহমতের ধারা সিক্ত
তাদের দলে শামিল করো।
মৃত্যুর পরোয়ানা জারি হওয়ার আগে
তোমার হাবীবের নামাঙ্কিত কলেমা তৈয়্যেবা নসীব করো।
*****
বিষয়: সাহিত্য
১২৫১ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
তাহলে আসল কাজটা সেরেই ফেলেছেন, তাও আবার বাবা হয়েছেন। এইবার তো শুধু বই, সাথে মিষ্টিও পাঠাতে হবে!
আছে ৩ সন্তান।
জাযাকাল্লাহ খাইর
ধন্যবাদ। জাযা কাল্লাহ।।
সুন্দর কবিতা! শুকরিয়া। আমীন।
মন্তব্য করতে লগইন করুন