আসুন সবাই এক সাথে মরি...! ✔✔✔ আব্দুর রহিম
লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০১ মার্চ, ২০১৬, ০৮:৩৮:৩১ রাত
যখনই ইচ্ছে জাগে ব্লগে এসে
পান করব ভরা কাপ চা...
তখনই মনের ভেতরে
চিৎকার আসে বাঁচা বাঁচা....
মনের চিৎকার শুনতে
নেই কাছে আপনজন.....
ভালোবাসা প্রেম আমার-
আছে বেশি বেশি প্রয়োজন....
বিরহী প্রেমিক আমি
চেয়ে থাকি পথ চেয়ে,
পথ চলতে চাই আমি
তোমাদের (ব্লগারদের) নিয়ে!
তোমরা আসবে চায়ের
আড্ডা নিয়ে সময়ের হাত ধরে,
বিস্কুট, বাদাম, চানাচুর
স্থান পাবে চায়ের উম্মুক্ত আসরে।
আমি এক কাপ চা নিয়ে
ব্লগে হাজির হলাম...!
ভালোবাসা পাব বলে
আশা নিয়ে হাত বাড়ালাম!
আশা করি সবাই পান করে
যাবেন খালি চা এক কাপ করে,
আসুন আসুন সবাই
এক সাথে মরি ব্লগিয় জ্বরে।
বিষয়: বিবিধ
১১৫৫ বার পঠিত, ২১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
বাকিদের কে ঝুটা পান করাবেন???????
আশা করি সবাই পান করে
যাবেন খালি চা এক কাপ কর..।
সবার জন্য চা এক কাপ করে....! আপনি চাইলে চানাচুর, বিস্কুট, বাদামের ব্যবস্থা করতে পারেন।
স্বআনন্দে চা পান করার জন্য আন্তরিক ধন্যবাদ।
মরা নহে,
সবাইকে মরতে হবে
লেখালেখির বিরহে।
কলম চালাতে
হবে অবিরাম,
আলোচনায় থাকতে
হবে শহর বন্দর গ্রাম।
চা.. পান করে যান
তোমার হূদয় জুড়ে আমি,
লেখালেখি করে হব
একে অন্যের কাছে দামী।
আপনি তো সোনায় সোহাগা! তামশা! ব্লগেও আছে, বিবি বাচ্চা নিয়েও মজায় মজায় মজার সুর বের হয়!
কেন আমি কি আপনাদের ভালোবাসতে পারিনি??????????
খালি চা কিন্তু সবার জন্যই উম্মুক্ত ছিলো।
মন্তব্য করতে লগইন করুন