আসুন সবাই এক সাথে মরি...! ✔✔✔ আব্দুর রহিম

লিখেছেন লিখেছেন নুর আয়শা আব্দুর রহিম ০১ মার্চ, ২০১৬, ০৮:৩৮:৩১ রাত



যখনই ইচ্ছে জাগে ব্লগে এসে

পান করব ভরা কাপ চা...

তখনই মনের ভেতরে

চিৎকার আসে বাঁচা বাঁচা....



মনের চিৎকার শুনতে

নেই কাছে আপনজন.....

ভালোবাসা প্রেম আমার-

আছে বেশি বেশি প্রয়োজন....



বিরহী প্রেমিক আমি

চেয়ে থাকি পথ চেয়ে,

পথ চলতে চাই আমি

তোমাদের (ব্লগারদের) নিয়ে!



তোমরা আসবে চায়ের

আড্ডা নিয়ে সময়ের হাত ধরে,

বিস্কুট, বাদাম, চানাচুর

স্থান পাবে চায়ের উম্মুক্ত আসরে।



আমি এক কাপ চা নিয়ে

ব্লগে হাজির হলাম...!

ভালোবাসা পাব বলে

আশা নিয়ে হাত বাড়ালাম!



আশা করি সবাই পান করে

যাবেন খালি চা এক কাপ করে,

আসুন আসুন সবাই

এক সাথে মরি ব্লগিয় জ্বরে।



বিষয়: বিবিধ

১১৫৫ বার পঠিত, ২১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

360967
০১ মার্চ ২০১৬ রাত ০৯:১৫
আবু জান্নাত লিখেছেন : এক কাপ চা দিয়ে সবাইকে দাওয়াত Surprised Surprised Surprised Surprised Surprised Surprised Eat Eat Eat Eat আগে আমি পান করে নেই।

বাকিদের কে ঝুটা পান করাবেন???????
০১ মার্চ ২০১৬ রাত ০৯:২৯
299151
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন :
আশা করি সবাই পান করে
যাবেন খালি চা এক কাপ কর..।

সবার জন্য চা এক কাপ করে....! আপনি চাইলে চানাচুর, বিস্কুট, বাদামের ব্যবস্থা করতে পারেন।

স্বআনন্দে চা পান করার জন্য আন্তরিক ধন্যবাদ।
360968
০১ মার্চ ২০১৬ রাত ০৯:১৫
আফরা লিখেছেন : মরিতে রাজি আমি এই সুন্দর ব্লগ ভুবনে । ধন্যবাদ ভাইয়া।
০১ মার্চ ২০১৬ রাত ০৯:১৭
299145
আবু জান্নাত লিখেছেন : ব্লগে মরার এত শখ কেন????????????????????????????????????????????????????????
০১ মার্চ ২০১৬ রাত ০৯:৩৩
299155
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : মরার অর্থ এখানে ভিজুয়ালি মরা যেটা শুধু লেখালেখি আর লেখালেখি হওয়া চাই!!! হোক সেটা মন্তব্যে অথবা পোস্টে...! ধন্যবাদ আফরা বোন।
360971
০১ মার্চ ২০১৬ রাত ০৯:১৭
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : সবাই মরছে তাই তো ব্লগে কারো টিকিটি নেই।
০১ মার্চ ২০১৬ রাত ০৯:৫৮
299169
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : এই মরা সেই
মরা নহে,
সবাইকে মরতে হবে
লেখালেখির বিরহে।

কলম চালাতে
হবে অবিরাম,
আলোচনায় থাকতে
হবে শহর বন্দর গ্রাম।

চা.. পান করে যান
তোমার হূদয় জুড়ে আমি,
লেখালেখি করে হব
একে অন্যের কাছে দামী।
360985
০১ মার্চ ২০১৬ রাত ০৯:৩২
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : বেশ, বেশ,চা তো ভারি মজার!! তো হয়ে যাক। ধন্যবাদ।
০১ মার্চ ২০১৬ রাত ০৯:৫৯
299172
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : হ্যাঁ হ্যাঁ চায়ের দাওয়াতে আসার জন্য ধন্যবাদ। শুভ ব্লগিং...।
360992
০১ মার্চ ২০১৬ রাত ১০:০৪
গাজী সালাউদ্দিন লিখেছেন :
বিরহী প্রেমিক আমি

চেয়ে থাকি পথ চেয়ে,

পথ চলতে চাই আমি

তোমাদের (ব্লগারদের) নিয়ে!


আপনি তো সোনায় সোহাগা! তামশা! ব্লগেও আছে, বিবি বাচ্চা নিয়েও মজায় মজায় মজার সুর বের হয়!

০১ মার্চ ২০১৬ রাত ১০:৪২
299176
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ব্লগে ইচ্ছে করে সারাক্ষণ থাকি!! কিন্তু পারিনা নেট স্লো হবার কারনে।















কেন আমি কি আপনাদের ভালোবাসতে পারিনি??????????
০১ মার্চ ২০১৬ রাত ১০:৪৫
299177
গাজী সালাউদ্দিন লিখেছেন : অন্য সময় পারলেও এখন পারছেন না! সব ভালোবাসা বাড়িতে বিলাচ্ছেন!
০১ মার্চ ২০১৬ রাত ১০:৪৯
299179
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : পারবো পারবো...। সময় খুব বেশি নেই ব্লগে খুব বেশি করে সময় দেব।
361006
০১ মার্চ ২০১৬ রাত ১১:১২
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : চমৎকার কবিতা,আমরা সবাই মিলে যদি চেষ্টা করি তাহলে ব্লগটাকে মাতিয়ে রাখা যাবে। এই বিষয়ে আমি আজকে একটা লিখা পোস্ট করেছি, দেখতে পারেন। ধন্যবাদ আপনাকে
০১ মার্চ ২০১৬ রাত ১১:২৪
299188
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : অবশ্যই!! চেষ্টা করলে পারা যায়। তবে কত জন চেষ্টায় আছি? মন্তব্যের আপনাকে ধন্যবাদ।
361023
০২ মার্চ ২০১৬ রাত ০১:৩৫
সন্ধাতারা লিখেছেন : অনেক ভালো লাগলো ধন্যবাদ
০২ মার্চ ২০১৬ রাত ০৪:৪২
299201
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু, আপনাকেও অসংখ্য ধন্যবাদ অনুভূতি পেশ করার জন্য।
361025
০২ মার্চ ২০১৬ রাত ০২:১৩
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামুআলাইকুম। মরি কেন? ভাইয়া!

০২ মার্চ ২০১৬ রাত ০৪:৪৬
299202
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : ওয়ালাইকুম সালাম ওয়ারাহামতুল্লাহি ওয়াবারাকাতুহু। এটা কিন্তু সেই মরা যেখানে কোন লাশ থাকবেনা! থাকবে শুধু লেখালেখি পোস্ট অথবা মন্তব্য প্রতিমন্তব্যে
361038
০২ মার্চ ২০১৬ রাত ০৪:৩৫
শেখের পোলা লিখেছেন : বেশী করে চা আনলে ভাল হত৷ আমি পেলাম না৷ তাই মরাও হলনা, বেঁচে গেলাম৷
০২ মার্চ ২০১৬ রাত ০৪:৫১
299203
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : আস্সালামু আলাইকুম ওয়া রাহামাতুল্লাহি ওবারাকাতুহু।
খালি চা কিন্তু সবার জন্যই উম্মুক্ত ছিলো।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File