বুখারী শরিফ: হাদিস নং ৪৬-৪৭;

লিখেছেন লিখেছেন saifu islam ০১ মার্চ, ২০১৬, ০৮:৪১:১৪ রাত

হাদিস ৪৬ মুহাম্মদ ইব্ন ‘আর ‘আরা (রঃ) ……… যুবায়দ (রঃ) থেকে বর্ণিত, তিনি বলেনঃ আমি আবূ ওয়াইল (র)-কে মুরজিআ সম্পর্কে জিজ্ঞাসা করলাম, তিনি বললেন, ‘আবদুল্লাহ (ইব্ন মাস’উদ) আমার কাছে বর্ণনা করেছেন যে, নবী (সাঃ) ইরশাদ করেছেনঃ মুসলিমকে গালি দেওয়া ফাসিকী এবং তার সাথে লড়াই করা কুফরী।

হাদিস ৪৭ কুতায়বা ইব্ন সা’ঈদ (রঃ) ……… ‘উবাদা ইব্ন সামিত (রাঃ) বর্ণনা করেন যে, রাসূলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লায়লাতুল কদ্র সম্পর্কে খবর দেওয়ার জন্য বের হলেন। তখন দু’জন মুসলমান পরস্পর বিবাদ করছিল। তিনি বললেনঃ আমি তোমাদের লায়লাতুল কদ্র সম্পর্কে খবর দেওয়ার জন্য বেরিয়েছিলাম; কিন্তু তখন অমুক অমুক বিবাদে লিপ্ত থাকায় তা (নির্দিষ্ট তারিখ সম্পর্কিত জ্ঞান) উঠিয়ে নেওয়া হয়েছে। আর হয়তো বা এটাই তোমাদের জন্য কল্যাণকর হবে। তোমরা তা অনুসন্ধান কর ২৭, ২৯ ও ২৫ তম রাতে।

বিষয়: বিবিধ

৯৯০ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

360969
০১ মার্চ ২০১৬ রাত ০৯:১৬
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : জাজাকাল্লাহ খায়রান। অনেক সুন্দর লিখেছেন।
360970
০১ মার্চ ২০১৬ রাত ০৯:১৬
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : ভাল লাগলো। আশাকরি আরো লিখবেন, ধন্যবাদ।
360995
০১ মার্চ ২০১৬ রাত ১০:২৫
গাজী সালাউদ্দিন লিখেছেন : জাযাকাল্লাহু খাইর।
361002
০১ মার্চ ২০১৬ রাত ১১:০৫
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সুন্দর পোস্ট!! তবে অসময়ে.... এই পোস্টটি রমজানে রিপোস্ট দেয়ার অনুরোধ রাখলাম।
361131
০২ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:০০
saifu islam লিখেছেন : প্রতিদিন ধারা বাহিক চলবে।"ইনশা আল্লাহ"

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File