- হ্যাপি বার্থডে শিয়াল মামা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০১ মার্চ, ২০১৬, ০২:১৯:০৭ দুপুর

শিয়াল মামার জন্মদিনে
আসলো সবাই যেচে
আসলো হরিণ নেচে।
কি আনন্দ কি আনন্দ
বনে ফাগুন হাওয়া
হলো ভীষণ খাওয়া।
খাওয়া শেষে একে একে
হলো যখন বিদায়
মরলো মোরগ খিদায়।
গলায় তার কাটা বিধে
ছড়িয়েছিলো বিষ
কি'যে ব্যাথা ইশ।
বলল শিয়াল রাত থেকে যাও
শরীর পুড়ে জ্বর
করবেনাতো ডর!
সাত সকালে মোরগটাযে
কোথায় দিল ডুব
কাঁদলো শিয়াল খুব।
বিষয়: বিবিধ
৯৫৯ বার পঠিত, ১২ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
আপনার কেন হাসি পায়!!
নাকি কবিতা লিখা, কোনটি??
কোথায় দিল ডুব
কাঁদলো শিয়াল খুব।
মন্তব্য করতে লগইন করুন