যেই কারনে অনেক প্রিয় ব্লগারের ভালো লিখাগুলোও পড়া হয় না

লিখেছেন লিখেছেন দিল মোহাম্মদ মামুন ০১ মার্চ, ২০১৬, ০২:০৯:২৬ দুপুর



আজ থেকে একবছর আগেও টুডে ব্লগ মোটামুটি জাঁকজমক ছিল। কোনো নতুন লিখা পোষ্ট করলে প্রথম পেইজে একঘণ্টার বেশি থাকার সুযোগ হতোনা, কারণ অসংখ্য লিখা পোস্ট করা হতো। লিখাগুলো হাজার বারও পড়া হতো, অনেক মন্তব্যও আসতো, তাই স্বাভাবিকভাবেই নতুন লিখার যথেষ্ট উৎসাহ পাওয়া যেত। ভাল মানের লিখাকে স্টিকি করা হতো, সর্বোচ্ছ মন্তব্যকারী ও ভাল লিখা গুলো নির্বাচিত হতো, মাঝেমধ্যে প্রথম পাতায় নোটিস টাঙ্গানো হত, সব নিয়মিত আপডেট হতো। কোন এক অজানা কারনে হঠাৎ সবকিছুতে যেন স্থবিরতা নেমে আসলো। অনেক নিয়মিত ব্লগারকে এখন তেমন একটা ব্লগে দেখা যায়না। আপডেট গুলোও যেন অনিয়মিত হয়ে গেলো, নোটিশবোর্ড ও স্টিকি পোস্ট এখন নাই বললেই চলে। "প্রিয়" শিরোনামে একটা প্রতিযোগিতা হলেও কোন ফলাফল নাই! একজন জনপ্রিয় ব্লগার কিছুদিন আগে একটা পোস্টে অনুশোচনা করে বলেছিলেন-"আমরা পুরষ্কার চাই না, শুধু ফলাফলটা চাই"!



যাগগে প্যাছাল না করে আসল কথায় আসি...

অফিসের ব্যস্ততার মাঝেও যখন একটু সুযোগ পাই তখনিই ব্লগে আসার চেষ্টা করি। ব্লগে এসে প্রথমে "নোটিফিকেশন" দেখি, নতুন মন্তব্য আসলে সাথে সাথে জবাব দেওয়ার চেষ্টা করি, নতুন জবাব আসলে লেখক কি জবাব দিল তা দেখি, সর্বশেষ পড়ার আমন্ত্রণ টা দেখি। যারা পড়ার আমন্ত্রণ করেন, চেষ্টা করি যতটুকু হাতে সময় থাকে ঐ লিখাটা পড়ার ও মন্তব্য করার। এভাবে আমার টুডে ব্লগে আসা-যাওয়া চলতে থাকে। যখন হাতে বেশি সময় থাকে তখন চিন্তা করি, যারা আমার পোষ্টে নিয়মিত মন্তব্য করেন, সুখে দুঃখে খোঁজখবর নেন অথচ অনেক দিন উনাদের কোন নতুন লিখা পাচ্ছিনা! তখন চেষ্টা করি আমন্ত্রণ না করলেও উনাদের ব্লগ বাড়িতে যাওয়ার, গিয়েই অবাক হয়ে যাই।এত গুলো লিখা উনি পোষ্ট করলেন অথচ আমার পড়াই হয়নি! আমার কোন মন্তব্যও নেই!! আহারে উনি যদি একটু আমন্ত্রণ করতেন তাহলে হয়তো আমার মন্তব্যটাই আগে হতো!!!



আমন্ত্রণ করতে হলে যাদেরকে আপনার ভাল লাগে তাদেরকে প্রথমে প্রিয়তে রাখতে হবে। যখন কোন ব্লগারের লিখা পড়ে আমার কাছে ভাল লাগে তখন আমি ঐ ব্লগারকে প্রিয়তে এড করে নিই।আপনিও আপনার ভাল লাগা ব্লগারের ব্লগ বাড়িতে গিয়ে উপরের লাল বৃত্তে হাইলাইটস করা লিখায় ক্লিক করতে পারেন। এভাবে আপনি আপনার ইচ্ছেমত ভাল লাগা ব্লগারদের প্রিয়তে রাখতে পারেন। নতুন কোন লিখা পোস্ট করলে প্রত্যেক ব্লগার হয়তো আশাকরেন লিখাটা সবাই পড়বে, ভাল লাগলে মন্তব্যও করবে! কারণ যখন কোন লিখা অনেকবার পড়া হয় এবং কিছু মন্তব্যও করা হয়, তখন স্বাভাবিকভাবেই লেখক উৎসাহ বোধ করেন, ব্লগের চাঞ্চল্যতাও ফিরে আসে।



আপনি যখন কোন নতুন লিখা পোস্ট করবেন তখন অবশ্যই প্রিয়দের আমন্ত্রণ জানাতে ভুলবেন না, এটা আমার অনুরোধ। আমি মনে করি আন্তরিকতা বাড়বে।

কিছু ব্লগার আছেন দিনের মধ্যে কয়েকটা পোস্ট করবেন আবার আমন্ত্রণ ও জানাবেন! এগুলোর প্রতি তেমন একটা আকর্ষণ থাকেনা। আপনি প্রতিদিন একটি করে পোস্ট করুন তাহলে ঐটার প্রতি আন্তরিকতাও থাকবে। আবার অনেকেই আছেন অন্যের লেখায় তেমন মন্তব্য করেন না, আবার কেউ উনার লিখায় মন্তব্য করলে তার প্রতিউত্তর ও করেন না। এই ধরনের ব্লগারগুলো যতই ভাল লিখুখ, উনাদের লিখায় মন্তব্য করতেও খুব অলসতা লাগে।

আমি হয়তো অন্য সবার মত অতটা ভাল লিখতে পারিনা, কিন্তু চেষ্টা করি সবার লিখা পড়তে, মন্তব্য করতে। তবে মন্তব্যের ক্ষেত্রে যারা আমার লেখায় মন্তব্য করেন তাদের পোস্ট গুলোতে আগে মন্তব্য করার চেষ্টা করি। আগের মত শত শত ব্লগান এখন না থাকলেও আমরা যা কয়জন আছি যদি উপরে উল্লেখিত ভাবে একে অপরকে কাছে টানার চেষ্টা করি তাহলে ব্লগটাকে জমিয়ে রাখা যাবে। ছোট মুখে অনেক কথা বলে পেললাম, কেউ আবার চেতনায় আঘাত খাইয়েন না।

বিষয়: বিবিধ

১৭২৯ বার পঠিত, ৫১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

360909
০১ মার্চ ২০১৬ দুপুর ০২:৩০
আবু জান্নাত লিখেছেন : আমারে এত ছোট কথায় হবে না, অনেক অলস হয়ে গেছি, বড় একটি বাঁশ দিয়ে গুতো দেন, তারপর দেখবেন কিবোর্ডে হাত কিভাবে চলে। Broken Heart Broken Heart Broken Heart Broken Heart

দারুন বলেছেন, কিন্তু অনেক ব্লগার আছেন যারা বিভিন্ন অনলাইন নিউজ কপি পেষ্ট করতে ভালোবাসেন, আমি কিন্তু এধরনের পোষ্টের আশেপাশেও যাই না।

নিজের অভিজ্ঞতা থেকে দু'চার লাইন লেখাই ভালো। অথবা গুরুত্বপূর্ণ কোন নিউজ বা উপদেশ থাকলে সংক্ষেপ করে পোষ্ট করতে পারে। আর অবশ্যই সূত্র উল্লেখ করা চাই।

আপনার অভিজ্ঞতা প্রায় আমার মতই। অনেক অনেক ধন্যবাদ জাযাকাল্লাহ খাইর

360911
০১ মার্চ ২০১৬ দুপুর ০২:৩৮
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম ইয়া হুজুর কেবাল হাল?
কিন্তু অনেক ব্লগার আছেন যারা বিভিন্ন অনলাইন নিউজ কপি পেষ্ট করতে ভালোবাসেন, আমি কিন্তু এধরনের পোষ্টের আশেপাশেও যাই না।
আসলে আমিও এটাই বুজাইতে চাইছি।
আপনাকে সুন্দর বিশ্লষন মুলক মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। তবে আমন্ত্রন জানাতে ভুলবেন না কইলাম..
360912
০১ মার্চ ২০১৬ দুপুর ০২:৪৩
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
০১ মার্চ ২০১৬ দুপুর ০২:৫১
299103
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : সুন্দর মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।
360914
০১ মার্চ ২০১৬ দুপুর ০২:৫৫
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : ব্লগটি আসলে অনেক ঝিমিয়ে গিয়েছে। ফেসবুকের জনপ্রিয়তা এর একটি কারণ। আমি নিজেও এখন অনিয়মিত। তবে নিয়মিত হবার চেষ্টা করবো আবার ইনশাল্লাহ।
০১ মার্চ ২০১৬ দুপুর ০৩:২১
299106
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম, সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আসুন আমরা ব্লগটাকে নতুন করে মাতিয়ে তুলি। তবে নতুন কোন পোস্ট করলে আমন্ত্রণ করতে ভুলবেন না প্লিজ
360915
০১ মার্চ ২০১৬ দুপুর ০২:৫৬
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : ব্লগে অনেক সময় এক্সেস পাওয়া যায় না। আমি গত প্রায় দেড়মাস ব্লগে ঢুকতে পারি নি। এটিও একটি বড় কারণ।
০১ মার্চ ২০১৬ দুপুর ০৩:২২
299107
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : জি ভাই আমার ও এই সমস্যা হয়, এটা মডারেটেরা যদি তাদের ফেইজবুক ফেইজে কারণটা বলতেন তাহলে অনেক উপকৃত হতাম
360916
০১ মার্চ ২০১৬ দুপুর ০৩:০৬
চাটিগাঁ থেকে বাহার লিখেছেন : গত প্রায় দুই মাস যাবত বহুবার চেষ্টা করেও ঢুকতে পারিনি।
এখন আপনার লিংকে ক্লিক করে ঢুকতে পারলাম।
যখন ব্লগের ঠিকানা পরিবর্তন হয় তখন বুকমার্কের ঠিকানা কাজ করেনা। তখন যদি মডারেশান টিম ফেবুর আইডিতে বলে দেয় তাহলে অন্তত দরজায় দাঁড়িয়ে থেকে ফিরে যেতে হতনা।
আপনাকে ধন্যবাদ। বুঝতে পারছি প্রিয়জন হারা অবস্থায় কাতরাচ্ছেন। Rose
০১ মার্চ ২০১৬ দুপুর ০৩:২৮
299108
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম, আসলে মাঝেমাঝে আমিও প্রবেশ করতে পারিনা, একবার তো আপনার কাছ থেকে লিংক নিয়েই প্রবেশ করলাম।
আপনারা যারা সিনিয়র আছেন,আপনারা যদি সপ্তাহে ২/৪ বার ও ব্লগে আসেন তাহলে আমরা অনেক উৎসাহ পাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। প্লিজ ভাইয়া নতুন লিখা পোস্ট করলে আমন্ত্রণ জানাবেন।
360922
০১ মার্চ ২০১৬ দুপুর ০৩:৫৩
বাকপ্রবাস লিখেছেন : টুডে ব্লগ যতদিন আছে থাকবো ইনশআল্লাহ, যখন কেউ ছিলনা তখন টুডে ব্লগ ছিল। অনেক ঝড়ঝাপটা গেছে এবং যাচ্ছে এই ব্লগের উপর। কিছুকিছু নীতিমালা গ্রহণ করলে এই ব্লগ অনেক চাঙ্গা থাকবে, অন্যতম হলো এখানে আপডেট হয়না, কোন দিবস আসলো চলে গেল, কিন্তু কোন আপডেট থাকেনা ব্লগে, দিবস উপলক্ষে ফরম্যাট চ্যান্জ করা খুব প্রয়োজন, পারলে কোন আয়োজন হতে পারে। কিছু কিছু ব্লগার আল্লাহ নবী রাসুল ধর্ম নিয়ে কটাক্ষমুলক পোষ্ট দেয় সাথে সাথে মুছা হয়না, ব্যান করা হয়না এটাও একটা গুরুত্বপূর্ণ বিষয়। সবচেয়ে বড় কথা হলো মডারেটদের কোন সাড়াশব্দ না পেলে ব্লগটা নিজ থেকে মরে যাবে, কেউ আর উৎসাহ পাবেনা। আমরা সেটা কল্পনাও করতে পারিনা, এই ব্লগটা আমরা অনেক ভালোবাসি, অনেকেই রাগ করে চলে গেছেন, তবুও বলি এই ব্লগ ছিল দূর্দিনে এবং আছে, আমরা তাই এই ব্লগে থাকবো এবং আছি ইনশাআল্লাহ। চাই শুধু সুস্থ এবং সুন্দর পরিচালনা
০১ মার্চ ২০১৬ বিকাল ০৫:১৪
299122
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : জি ভাই আপনি যথার্থই বলেছেন, তবে আমার মনে হয়, হয়তো মডারেটরা নাস্তিক্যবাদিদের রোষাণলে পডেছেন। তারপর ও আমরা তো পারি ব্লগটা আমাদের মত করে জমিয়ে রাখতে। ধন্যবাদ ভাইয়া, প্লিজ আমন্ত্রন জানাবেন।
360926
০১ মার্চ ২০১৬ বিকাল ০৪:২০
গাজী সালাউদ্দিন লিখেছেন :
"আমরা পুরষ্কার চাই না, শুধু ফলাফলটা চাই"!


দিয়ে দিলেন তো জনপ্রিয় ব্লগারের তকমা। হেইয়া তো মনে অয় খুশিতে উলটা লাফাইতেছে!

আর কারো ছবি খুঁজে পেলেন না!! হতচ্ছাড়াটার ছবিই দিতে হবে! এই হতচ্ছাড়া আমার দুচোখের বিষ!

আমি আপনার প্রিয়তে আছিতো?

আমারেও একটু রাইখেন প্রিয়তে।

কে থাকল, আর কে থাকল না, আপনি থাকছেন এটাই নিশ্চিত করুন।
০১ মার্চ ২০১৬ বিকাল ০৫:১৬
299123
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : হা হা হা হা হ..... ভাই আপনার মন্তব্য পড়ে হাসি কন্ট্রোল করতেও সময় লাগতেছে, আসলে হতভাগা ভাই একজন ভাল মানুষ। আপনি প্রিয়তে অবশ্যই আছেন। আসুন আমরা নিজেদের মত করে ব্লগিংকে মাতিয়ে রাখি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
০১ মার্চ ২০১৬ রাত ০৯:৩৯
299162
আফরা লিখেছেন : @ রাত কানা দিন কানা ভাইয়া আপনি কি ভাবে দেখলেন সে খুশিতে উলটা নাকি সোজা লাফাচ্ছে ।আপনি একটা পাজির পাজি ভাইয়া ।
০১ মার্চ ২০১৬ রাত ০৯:৪৬
299163
গাজী সালাউদ্দিন লিখেছেন : মানুষ সাধারণত খুশিতে লাফায়, বেশি খুশি হলে উলটা লাফায়, এটা সাধারণ জ্ঞান।
০১ মার্চ ২০১৬ রাত ০৯:৪৯
299166
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : সালাউদ্দিন ভাইয়া, আফরা আপু কিন্তু ক্ষেইপা গেছে! যদিও অতিতে কোনদিন ক্ষেপতে দেখিনি!!
০১ মার্চ ২০১৬ রাত ০৯:৫৮
299171
গাজী সালাউদ্দিন লিখেছেন : হুম , এই জন্যই বলেছি, কারে আপনি জনপ্রিয় বাইছেন! এইবার দেখেন জনপ্রিয় মাইনসের আসল রূপ! এইটুকুতে রাগ করে আছে। অথচ কালকে কত্তো সুন্দর করে বললাম, গোস্বা না করে বকার কারণটা মিটিয়ে ফেলতে!
০১ মার্চ ২০১৬ রাত ১১:১৭
299186
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : হা হা হা সালাউদ্দিন ভাইয়া, আফরা আপুর রাগের মধ্যেও কিন্তু একটা আন্তরিকতা আছে। ধন্যবাদ আপনাকে
360927
০১ মার্চ ২০১৬ বিকাল ০৪:২০
বাংলার দামাল সন্তান লিখেছেন : এখন আর আগের মত ব্লগে ভালো মানের পোস্টও হয় না, পোস্ট হলেও পাঠক হয় না, পাঠক হলেও মন্তব্য পাওয়া যায় না, তাই অভিমানে অনেকটা অগোচরে চলে গেছি, এখন থেকে নিয়মিত হওয়ার চেষ্টা করব! ইনশাআল্লাহ!
০১ মার্চ ২০১৬ বিকাল ০৫:১৮
299124
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আমার মনে হয়, হয়তো মডারেটরা নাস্তিক্যবাদিদের রোষাণলে পডেছেন। তারপর ও আমরা তো পারি ব্লগটা আমাদের মত করে জমিয়ে রাখতে। আপনার সুন্দর সিদ্ধান্তকে সু-স্বাগতম। ধন্যবাদ ভাইয়া, প্লিজ আমন্ত্রন জানাবেন।
০১ মার্চ ২০১৬ বিকাল ০৫:১৮
299125
গাজী সালাউদ্দিন লিখেছেন : ওইসব তামশার কথা না বলে, আসেন, গোল হয়ে বসেন, দু চার রাকাত সুখ দু:খের কথা কই
০১ মার্চ ২০১৬ বিকাল ০৫:২০
299127
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : হা হা হা হা, ঠিক আছে ভাইয়া শুরু করেন, আমি চা নিয়ে আসতেছি, গোল বৈঠক চা ছাড়া জমে নাকি !!!
১০
360928
০১ মার্চ ২০১৬ বিকাল ০৪:৩২
কুয়েত থেকে লিখেছেন : আপনার কথার সাথে একমত। লেখার মাঝে যুক্তি আছে কাউকে দোষারোপ করছিনা তবে সকল ব্লগারদের জন্য আপনার এই লেখা সময়উপযোগী। সকলেই ব্যস্ততার মাঝেই থাকেন আপনাকে অনেক অনেক ধন্যবাদ
০১ মার্চ ২০১৬ বিকাল ০৫:১৯
299126
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম, ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। প্লিজ আমন্ত্রন জানাবেন।
১১
360948
০১ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৫০
লোকমান লিখেছেন : যথার্থ বিশ্লেষণ। তবে ব্লগটা ঝিমিয়ে পড়ার পিছনে মডারেটর ও আমরা ব্লগাররা উভয় পক্ষই দায়ী। ওহিদ ভাইয়ের কথার সাথেও একমত পোষন করতেই হবে, ফেসবুকও একটি অন্যতম কারণ।
১২
360949
০১ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৭:৫৮
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম, ভাইয়া অনেকদিন পর আপনাকে আমার ব্লগ বাড়িতে পেয়ে খুব ভাল লাগলো। আপনাকে সুন্দর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। নতুন লিখা পোস্ট করলে প্লিজ আমন্ত্রণ জানাবেন।
১৩
360959
০১ মার্চ ২০১৬ রাত ০৮:৩৪
শেখের পোলা লিখেছেন : আপনার আহবানে আমার মত অনেকেরই মনের কথা বলেছেন৷ নানা প্রতিকূলতায় এমনটা হয়েছে৷ শুধু মোডারেটগণই নন আমরাও কিছুটা আলসে হয়েছি৷যাক কিছু নতুন আলো দেখা যাচ্ছে৷ আশাও ফিরে আসবে ইনশাআল্লাহ৷ ধন্যবাদ৷
০১ মার্চ ২০১৬ রাত ০৯:২৬
299149
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকু, প্রিয় ভাই আসুন আমরা মডারেটের উপর রাগ না করে নিজেরা নিজেদের মত করে ব্লগটা মাতিয়ে রাখি। প্লিজ নতুন কোন লিখা পোস্ট করলে অবশ্যই আমন্ত্রণ জানাবেন। ধন্যবাদ আপনাকে।
১৪
360960
০১ মার্চ ২০১৬ রাত ০৮:৩৬
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : আস্ সালামু আলাইকুম। অনেক ধন্যবাদ আপনার এই পোস্টের জন্য। আজ আমার ব্লগ জীবনের ১০ মাস পূর্ণ হলো। চেষ্টা করেছি নিয়মিত থাকতে।জনপ্রিয় অনেক ব্লগারের পদচারণায় মুখরিত এই ব্লগ বাগানটি। আশাকরি সবাই আবার ফিরে আসবেন। (হয়ত অনেকেই সমস্যাগ্রস্ত থাকতে পারেন)টুডে ব্লগ নিয়ে অনেকের অভিযোগ, অনুযোগ, আবদার আছে। জানি না কি কারণে উনারা আমাদের আবেদন-নিবেদনে সাড়া দেন না। এত কিছুর পর টুডে ব্লগকে আমরা অ-নে-ক ভালবাসি। আপনার পরামর্শগুলো নবীনদের জন্য অনুকরণীয় হয়ে থাকবে।
ধন্যবাদ আপনাকে।
০১ মার্চ ২০১৬ রাত ০৯:২৮
299150
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম মাছুম ভাই আপনার সুন্দর মন্তব্যটি খুব ভাল লাগলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
১৫
360965
০১ মার্চ ২০১৬ রাত ০৮:৫৫
হতভাগা লিখেছেন : আমি পোস্ট করার চেয়ে কমেন্ট করতেই বেশী স্বচ্ছন্দ বোধ করি । পামপট্টি না মেরে খোঁচা মার্কা কমেন্ট করতে আমার ভাল লাগে ।

তবে চেষ্টা করি কুইক কমেন্ট এড়িয়ে চলতে । অন্যকেও করতে দেখলে মেজাজ খারাপ হয়ে যায় ।
০১ মার্চ ২০১৬ রাত ০৯:৩০
299152
মিনহাজুল ইসলাম মোহাম্মদ মাছুম লিখেছেন : তাই তো আপনাকে আমার এত্তো ভাল লাগে!!
০১ মার্চ ২০১৬ রাত ০৯:৩০
299153
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : এই জন্যই আপনাকে আমার খুব ভাল লাগে....কথায় আছে না, "নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভাল"
আপনাকে খোঁচা মার্কা কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
০১ মার্চ ২০১৬ রাত ০৯:৩১
299154
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ধন্যবাদ মাছুম ভাই
০১ মার্চ ২০১৬ রাত ০৯:৪৭
299164
আফরা লিখেছেন : হতভাগা ভাইয়া এটাই আপনার ব্যক্তিত্ব ,আপনার নিজস্বতা ,অন্যদের থেকে আপনাকে করেছে আলাদা । আমার কাছে ভাল লাগে ।
০১ মার্চ ২০১৬ রাত ০৯:৫৫
299168
গাজী সালাউদ্দিন লিখেছেন : হতচ্ছাড়াতা আমার চোখের সামনে ক্যান!!!! বদের হাড্ডি!
০১ মার্চ ২০১৬ রাত ১১:০০
299181
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ভাই হতভাগা, দেখলেন আপনার কত ভক্ত!!
০১ মার্চ ২০১৬ রাত ১১:২২
299187
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : অবস্থা দৃষ্টে যদিও সালাউদ্দিন ভাইয়া হতভাগা ভাইয়াকে পছন্দ করেনা কিন্তু আসল বাস্তবতা মনে হয় একে অপরের খুব ঘনিষ্ঠ!! হা হা হা ধন্যবাদ আপনাকে
০২ মার্চ ২০১৬ রাত ০৩:৫৫
299200
বাকপ্রবাস লিখেছেন : হতভাগার খোঁচা না খেলে নিজেকে হতভাগা মনে হয়Rolling on the Floor
০২ মার্চ ২০১৬ সকাল ০৮:৪২
299206
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : বাকপ্রবাস ভাইয়া দারুন একটা কথা বলছেন। হতভাগা ভাইয়ের মন্তব্যে ব্লগের খুঁটিনাটি বিষয়গুলো উঠে আসে। ধন্যবাদ আপনাকে
১৬
360993
০১ মার্চ ২০১৬ রাত ১০:০৭
আফরা লিখেছেন : আমি একটা জিনিস বুঝি না প্রিয় ব্লগার । আমার প্রিয় ব্লগার সেই হবে যার লিখা পড়ে আমার ভাল লাগে ।
যেমন আপনি ও বলেছেন কোন ব্লগারের লিখা পড়ে আমার কাছে ভাল লাগে তখন আমি ঐ ব্লগারকে প্রিয়তে এড করে নিই।


আমার লিখা তো তার নাও ভাল লাগতে পারে আমি তার প্রিয় ব্লগার নাও হতে পারি ।

অথচ আমি তাকে প্রিয় ব্লগার বানিয়ে তাকে আমত্রণ জানাচ্ছি আমার লিখা পড়ার ।

এটা আমার কাছে কিরকম যেন লাগে ।

আমার মতে অপশনটা ভুল ।

অপশনটা এরকম হওয়া উচিত ছিল আমি যাদের প্রিয়তে নিব মানে যারা আমার প্রিয় ব্লগার তাদেরলিখা গুলো আটোমেটিক ,যেমন কমেন্ট বা জবাব গুলো পাই এরকম ভাবে পেয়ে যাব ,সেই রকম আমি যাদের প্রিয় তারা আমার লিখাগুলো পেয়ে যাবে ।

এই সিষ্টেম হলে সত্যিকারে কে কার প্রিয় ব্লগার সেটা বুঝা যেত ।

আমি একটু বেশী পন্ডিতি করে ফেল্লাম নাকি !!

০১ মার্চ ২০১৬ রাত ১১:০৬
299184
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম আফরা আপু আপনার সুন্দর বিশ্লেষণ মূলক লিখাটা খুব লাগলো। তবে কেউ যদি আমাকে আমন্ত্রণ করে, আমি খুব খুশি হই! এই ভেবে খুশি লাগে যে আমি কারোনা কারো প্রিয় হতে পেরেছি। তবে আমার মনে হয় কেউ বিরক্তবোধ করবেনা।
তবে আমি অনুরোধ করবো নতুন কোন লিখা পোস্ট করার সাথে সাথে আমন্ত্রণ জানাবেন প্লিজ। যারা আপনার লিখায় মন্তব্য করে আপনি তাদের কে তো প্রিয়তে এড করতেই পারেন!!
আপনাকে অনেক অনেক ধন্যবাদ
১৭
361000
০১ মার্চ ২০১৬ রাত ১০:৫৭
যুমার৫৩ লিখেছেন : ব্লগটা টিকে থাকুক....
০১ মার্চ ২০১৬ রাত ১১:০৭
299185
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসুন আমরা সবাই মিলে ব্লগটাকে মাতিয়ে রাখি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
১৮
361011
০১ মার্চ ২০১৬ রাত ১১:২৭
নুর আয়শা আব্দুর রহিম লিখেছেন : সুন্দর লিখেছেন, আগে পড়েছিলাম মন্তব্য লিখেওও ছিলাম!!! নেট স্লো হবার কারনে আপলোড হয়নি। ধন্যবাদ।
০১ মার্চ ২০১৬ রাত ১১:৩৭
299189
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : আসসালামু আলাইকুম রহিম ভাই সুন্দর মন্তব্যের জন্য আপনাকেও অনেক অনেক ধন্যবাদ। আমন্ত্রণ জানানোর অনুরোধ থাকবে।
১৯
361027
০২ মার্চ ২০১৬ রাত ০২:১৯
সাদিয়া মুকিম লিখেছেন : আসসালামু আলাইকুম।

ব্লগের দোষ দিয়ে আর কি লাভ? আমি নিজেও নিয়মিত নই, কিছু নিয়মিত হলেই কোথা থেকে অনীহা চলে আসে অনলাইন জগতের প্রতি, তখন কোথাও থাকি না! আবার যখন মন স্থির হয় চলে আসি!

শুকরিয়া সুন্দর পোস্টের জন্য!
০২ মার্চ ২০১৬ রাত ০২:৩৫
299196
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ওয়াইলাইকুম আসসালাম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতু। কেমন আছেন?
আপু ইদানীং টুডে ব্লগটা একেবারে জিমিয়ে পড়ছে,অনেক ব্লগার কিছু পোস্ট করলেও তেমন পড়া ও মন্তব্য করা হয়না। তাই আসুন আমরা আমাদের মত করে ব্লগিংয়ে মেতে উঠি। প্লিজ নতুন কোন লিখা পোস্ট করলে অবশ্যই আমন্ত্রণ জানাবেন। ধন্যবাদ আপনাকে
২০
361184
০৩ মার্চ ২০১৬ রাত ১২:০৫
বিবর্ন সন্ধা লিখেছেন : আস্সালামু আলাইকু

হি হি
আমি ব্লগে নতুন
তাই আমার কাছে আগের ব্লগ বা বর্তমান
বলে কোন অভিজ্ঞতা বলে কিছু নাই ।
তবে এখানের আপুরা
বেশ আন্তরিক ও উচু মনের
এবং মানের লিখার অধিকারী
যা তে হাতে গোনা কয়েকজন বাদে
দেখা যায় না Good Luck
০৩ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:১৩
299363
দিল মোহাম্মদ মামুন লিখেছেন : ওয়াইলাইকুম সালাম, প্রিয় বোন সুন্দর মন্তব্যের জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। নতুন কোন লিখা পোস্ট করলে অবশ্যই আমন্ত্রন জানাবেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File