যেই কারনে অনেক প্রিয় ব্লগারের ভালো লিখাগুলোও পড়া হয় না
লিখেছেন লিখেছেন দিল মোহাম্মদ মামুন ০১ মার্চ, ২০১৬, ০২:০৯:২৬ দুপুর
আজ থেকে একবছর আগেও টুডে ব্লগ মোটামুটি জাঁকজমক ছিল। কোনো নতুন লিখা পোষ্ট করলে প্রথম পেইজে একঘণ্টার বেশি থাকার সুযোগ হতোনা, কারণ অসংখ্য লিখা পোস্ট করা হতো। লিখাগুলো হাজার বারও পড়া হতো, অনেক মন্তব্যও আসতো, তাই স্বাভাবিকভাবেই নতুন লিখার যথেষ্ট উৎসাহ পাওয়া যেত। ভাল মানের লিখাকে স্টিকি করা হতো, সর্বোচ্ছ মন্তব্যকারী ও ভাল লিখা গুলো নির্বাচিত হতো, মাঝেমধ্যে প্রথম পাতায় নোটিস টাঙ্গানো হত, সব নিয়মিত আপডেট হতো। কোন এক অজানা কারনে হঠাৎ সবকিছুতে যেন স্থবিরতা নেমে আসলো। অনেক নিয়মিত ব্লগারকে এখন তেমন একটা ব্লগে দেখা যায়না। আপডেট গুলোও যেন অনিয়মিত হয়ে গেলো, নোটিশবোর্ড ও স্টিকি পোস্ট এখন নাই বললেই চলে। "প্রিয়" শিরোনামে একটা প্রতিযোগিতা হলেও কোন ফলাফল নাই! একজন জনপ্রিয় ব্লগার কিছুদিন আগে একটা পোস্টে অনুশোচনা করে বলেছিলেন-"আমরা পুরষ্কার চাই না, শুধু ফলাফলটা চাই"!
যাগগে প্যাছাল না করে আসল কথায় আসি...
অফিসের ব্যস্ততার মাঝেও যখন একটু সুযোগ পাই তখনিই ব্লগে আসার চেষ্টা করি। ব্লগে এসে প্রথমে "নোটিফিকেশন" দেখি, নতুন মন্তব্য আসলে সাথে সাথে জবাব দেওয়ার চেষ্টা করি, নতুন জবাব আসলে লেখক কি জবাব দিল তা দেখি, সর্বশেষ পড়ার আমন্ত্রণ টা দেখি। যারা পড়ার আমন্ত্রণ করেন, চেষ্টা করি যতটুকু হাতে সময় থাকে ঐ লিখাটা পড়ার ও মন্তব্য করার। এভাবে আমার টুডে ব্লগে আসা-যাওয়া চলতে থাকে। যখন হাতে বেশি সময় থাকে তখন চিন্তা করি, যারা আমার পোষ্টে নিয়মিত মন্তব্য করেন, সুখে দুঃখে খোঁজখবর নেন অথচ অনেক দিন উনাদের কোন নতুন লিখা পাচ্ছিনা! তখন চেষ্টা করি আমন্ত্রণ না করলেও উনাদের ব্লগ বাড়িতে যাওয়ার, গিয়েই অবাক হয়ে যাই।এত গুলো লিখা উনি পোষ্ট করলেন অথচ আমার পড়াই হয়নি! আমার কোন মন্তব্যও নেই!! আহারে উনি যদি একটু আমন্ত্রণ করতেন তাহলে হয়তো আমার মন্তব্যটাই আগে হতো!!!
আমন্ত্রণ করতে হলে যাদেরকে আপনার ভাল লাগে তাদেরকে প্রথমে প্রিয়তে রাখতে হবে। যখন কোন ব্লগারের লিখা পড়ে আমার কাছে ভাল লাগে তখন আমি ঐ ব্লগারকে প্রিয়তে এড করে নিই।আপনিও আপনার ভাল লাগা ব্লগারের ব্লগ বাড়িতে গিয়ে উপরের লাল বৃত্তে হাইলাইটস করা লিখায় ক্লিক করতে পারেন। এভাবে আপনি আপনার ইচ্ছেমত ভাল লাগা ব্লগারদের প্রিয়তে রাখতে পারেন। নতুন কোন লিখা পোস্ট করলে প্রত্যেক ব্লগার হয়তো আশাকরেন লিখাটা সবাই পড়বে, ভাল লাগলে মন্তব্যও করবে! কারণ যখন কোন লিখা অনেকবার পড়া হয় এবং কিছু মন্তব্যও করা হয়, তখন স্বাভাবিকভাবেই লেখক উৎসাহ বোধ করেন, ব্লগের চাঞ্চল্যতাও ফিরে আসে।
আপনি যখন কোন নতুন লিখা পোস্ট করবেন তখন অবশ্যই প্রিয়দের আমন্ত্রণ জানাতে ভুলবেন না, এটা আমার অনুরোধ। আমি মনে করি আন্তরিকতা বাড়বে।
কিছু ব্লগার আছেন দিনের মধ্যে কয়েকটা পোস্ট করবেন আবার আমন্ত্রণ ও জানাবেন! এগুলোর প্রতি তেমন একটা আকর্ষণ থাকেনা। আপনি প্রতিদিন একটি করে পোস্ট করুন তাহলে ঐটার প্রতি আন্তরিকতাও থাকবে। আবার অনেকেই আছেন অন্যের লেখায় তেমন মন্তব্য করেন না, আবার কেউ উনার লিখায় মন্তব্য করলে তার প্রতিউত্তর ও করেন না। এই ধরনের ব্লগারগুলো যতই ভাল লিখুখ, উনাদের লিখায় মন্তব্য করতেও খুব অলসতা লাগে।
আমি হয়তো অন্য সবার মত অতটা ভাল লিখতে পারিনা, কিন্তু চেষ্টা করি সবার লিখা পড়তে, মন্তব্য করতে। তবে মন্তব্যের ক্ষেত্রে যারা আমার লেখায় মন্তব্য করেন তাদের পোস্ট গুলোতে আগে মন্তব্য করার চেষ্টা করি। আগের মত শত শত ব্লগান এখন না থাকলেও আমরা যা কয়জন আছি যদি উপরে উল্লেখিত ভাবে একে অপরকে কাছে টানার চেষ্টা করি তাহলে ব্লগটাকে জমিয়ে রাখা যাবে। ছোট মুখে অনেক কথা বলে পেললাম, কেউ আবার চেতনায় আঘাত খাইয়েন না।
বিষয়: বিবিধ
১৭২৯ বার পঠিত, ৫১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
দারুন বলেছেন, কিন্তু অনেক ব্লগার আছেন যারা বিভিন্ন অনলাইন নিউজ কপি পেষ্ট করতে ভালোবাসেন, আমি কিন্তু এধরনের পোষ্টের আশেপাশেও যাই না।
নিজের অভিজ্ঞতা থেকে দু'চার লাইন লেখাই ভালো। অথবা গুরুত্বপূর্ণ কোন নিউজ বা উপদেশ থাকলে সংক্ষেপ করে পোষ্ট করতে পারে। আর অবশ্যই সূত্র উল্লেখ করা চাই।
আপনার অভিজ্ঞতা প্রায় আমার মতই। অনেক অনেক ধন্যবাদ জাযাকাল্লাহ খাইর
কিন্তু অনেক ব্লগার আছেন যারা বিভিন্ন অনলাইন নিউজ কপি পেষ্ট করতে ভালোবাসেন, আমি কিন্তু এধরনের পোষ্টের আশেপাশেও যাই না।
আসলে আমিও এটাই বুজাইতে চাইছি।
আপনাকে সুন্দর বিশ্লষন মুলক মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ। তবে আমন্ত্রন জানাতে ভুলবেন না কইলাম..
এখন আপনার লিংকে ক্লিক করে ঢুকতে পারলাম।
যখন ব্লগের ঠিকানা পরিবর্তন হয় তখন বুকমার্কের ঠিকানা কাজ করেনা। তখন যদি মডারেশান টিম ফেবুর আইডিতে বলে দেয় তাহলে অন্তত দরজায় দাঁড়িয়ে থেকে ফিরে যেতে হতনা।
আপনাকে ধন্যবাদ। বুঝতে পারছি প্রিয়জন হারা অবস্থায় কাতরাচ্ছেন।
আপনারা যারা সিনিয়র আছেন,আপনারা যদি সপ্তাহে ২/৪ বার ও ব্লগে আসেন তাহলে আমরা অনেক উৎসাহ পাই। আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাইয়া। প্লিজ ভাইয়া নতুন লিখা পোস্ট করলে আমন্ত্রণ জানাবেন।
দিয়ে দিলেন তো জনপ্রিয় ব্লগারের তকমা। হেইয়া তো মনে অয় খুশিতে উলটা লাফাইতেছে!
আর কারো ছবি খুঁজে পেলেন না!! হতচ্ছাড়াটার ছবিই দিতে হবে! এই হতচ্ছাড়া আমার দুচোখের বিষ!
আমি আপনার প্রিয়তে আছিতো?
আমারেও একটু রাইখেন প্রিয়তে।
কে থাকল, আর কে থাকল না, আপনি থাকছেন এটাই নিশ্চিত করুন।
ধন্যবাদ আপনাকে।
তবে চেষ্টা করি কুইক কমেন্ট এড়িয়ে চলতে । অন্যকেও করতে দেখলে মেজাজ খারাপ হয়ে যায় ।
আপনাকে খোঁচা মার্কা কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
আমার লিখা তো তার নাও ভাল লাগতে পারে আমি তার প্রিয় ব্লগার নাও হতে পারি ।
অথচ আমি তাকে প্রিয় ব্লগার বানিয়ে তাকে আমত্রণ জানাচ্ছি আমার লিখা পড়ার ।
এটা আমার কাছে কিরকম যেন লাগে ।
আমার মতে অপশনটা ভুল ।
অপশনটা এরকম হওয়া উচিত ছিল আমি যাদের প্রিয়তে নিব মানে যারা আমার প্রিয় ব্লগার তাদেরলিখা গুলো আটোমেটিক ,যেমন কমেন্ট বা জবাব গুলো পাই এরকম ভাবে পেয়ে যাব ,সেই রকম আমি যাদের প্রিয় তারা আমার লিখাগুলো পেয়ে যাবে ।
এই সিষ্টেম হলে সত্যিকারে কে কার প্রিয় ব্লগার সেটা বুঝা যেত ।
আমি একটু বেশী পন্ডিতি করে ফেল্লাম নাকি !!
তবে আমি অনুরোধ করবো নতুন কোন লিখা পোস্ট করার সাথে সাথে আমন্ত্রণ জানাবেন প্লিজ। যারা আপনার লিখায় মন্তব্য করে আপনি তাদের কে তো প্রিয়তে এড করতেই পারেন!!
আপনাকে অনেক অনেক ধন্যবাদ
ব্লগের দোষ দিয়ে আর কি লাভ? আমি নিজেও নিয়মিত নই, কিছু নিয়মিত হলেই কোথা থেকে অনীহা চলে আসে অনলাইন জগতের প্রতি, তখন কোথাও থাকি না! আবার যখন মন স্থির হয় চলে আসি!
শুকরিয়া সুন্দর পোস্টের জন্য!
আপু ইদানীং টুডে ব্লগটা একেবারে জিমিয়ে পড়ছে,অনেক ব্লগার কিছু পোস্ট করলেও তেমন পড়া ও মন্তব্য করা হয়না। তাই আসুন আমরা আমাদের মত করে ব্লগিংয়ে মেতে উঠি। প্লিজ নতুন কোন লিখা পোস্ট করলে অবশ্যই আমন্ত্রণ জানাবেন। ধন্যবাদ আপনাকে
হি হি
আমি ব্লগে নতুন
তাই আমার কাছে আগের ব্লগ বা বর্তমান
বলে কোন অভিজ্ঞতা বলে কিছু নাই ।
তবে এখানের আপুরা
বেশ আন্তরিক ও উচু মনের
এবং মানের লিখার অধিকারী
যা তে হাতে গোনা কয়েকজন বাদে
দেখা যায় না
মন্তব্য করতে লগইন করুন