- যাও পাখী বল তারে
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৩ ফেব্রুয়ারি, ২০১৬, ০৮:২৮:৪৬ রাত
নাই দেনা পাওনা
নাই কোন ঋণ
আছে তবু কিছু
তুলনাবিহীন।
নাই চাওয়া পাওয়া
নাই পিছুটান
আছে তবু কিছু
ফেলে আসা গান।
নাই যোগাযোগ
হয়না রোজ কথা
নিয়ম রক্ষা হয়না
মানা হয়না প্রথা।
ভালো কিংবা মন্দে
ছিলাম আছি দ্বন্দে
মিল ছিলনা তবু
যায়নি ভোলা কভূ।
আলো কিংবা আঁধার
নয়তো ধরে রাখার
হোক তবু রঙ্গীন
আজ তোমার শুভজন্মদিন।
বিষয়: বিবিধ
১০৩৩ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন