পির মুরিদের স্থান ইসলামে নেই। ইসলাম হল পরিপূর্ণ জীবন বিধান। কতোখানি বিবেকহীন হলে ওরা বলে মুহাম্মদ(সাঃ) চরমোনাই পীর ছিলেন।
লিখেছেন লিখেছেন কুয়েত থেকে ০৩ ফেব্রুয়ারি, ২০১৬, ০৮:৩৪:৩৫ রাত
কিভাবে ওরা শয়তানের ধোঁকায় পড়েছে! ওরা লিষ্ট করেছে এ পর্যন্ত কারা কারা চরমোনাই এর পীর ছিলেন! লিষ্ট লম্বা করতে করতে শেষ পর্যন্ত ওরা নিয়ে গেছে মহানবী হযরত মুহাম্মাদ (সাঃ) পর্যন্ত! কতোখানি বিবেকহীন হলে ওরা বলেন মুহাম্মদ(সাঃ) চরমোনাই পীর ছিলেন! (নাউজুবিল্লাহ)
পির মুরিদের স্থান ইসলামে নেই। ইসলাম হল পরিপূর্ণ জীবন বিধান। নবীয়ে করিম (সাঃ) আমাদের জন্য দুটি জিনিস রেখে গেছেন। পবিত্র আল কুরআন এবং সহিহ আল হাদিস তথা নবীজির সুন্নাহ।
এ দুটি যতক্ষন আমরা ধারণ করে থাকব ততক্ষন আমরা পথ ভ্রষ্ট হবনা। নবীজি ইসলামকে কারো কাছে ঠিকাদারী করার জন্য দিয়ে যাননি।কতোখানি বিবেকহীন হলে ওরা বলে মুহাম্মদ(সাঃ) চরমোনাই পীর ছিলেন।
এ পর্যন্ত যারা পীর সাহেব চরমোনাই ছিলেন তারা হলেন
1. সাইয়েদ মুহাম্মদ রেজাউল করীম
(বর্তমান পীর);
2. তার পীর সাইয়েদ মুহাম্মদ ফজলুল
করীম;
3. তার পীর সাইয়েদ মুহাম্মদ ইসহাক;
4. তার পীর কারী মুহাম্মদ ইবরাহীম;
5. তার পীর রশীদ আহমদ আল- গঙ্গুহী;
6. তার পীর ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী;
7. তার পীর মিয়াজী নূর মুহাম্মদ আজ- ঝানজানবী;
8. তার পীর শাহ আবদুর রহীম শহীদআল-বিলায়তী;
9. তার পীর শাহ আবদুল বারী আস-সিদ্দীকী আল-আমরূহী;
10. তার পীর শাহ আবদুল হাদী আসসিদ্দীকী আল-আমরূহী;
11. তার পীর শাহ আযুদুদ্দীন হামিদ আল-হারগামী;
12. তার পীর শাহ সাইয়িদ মুহাম্মদ আল-জা'ফরী আল-মক্কী;
13. তার পীর সাইয়িদ মুহাম্মাদী আল-আকবরাবাদী;
14. তার পীর মুহিবুল্লাহ আল-ইলাহাবাদী;
15. তার পীর আবূ সাঈদ নু'মান আন-
নওশিরওয়ানী আল-গঙ্গুহী;
16. তার পীর নিজামুদ্দীন আল-ওমরীআত-থানেশ্বরী;
17. তার পীর জামালুদ্দীন ইবেন মাহমূদ আল-ওমরী আত-থানেশ্বরী;
18. তার পীর আবদুল কুদ্দূস আল- গঙ্গুহী;
19. তার পীর মুহাম্মদ ইবনে আরিফ আল- ফারূকী;
20. তার পীর মুখদম আরিফ ইবনে আবদুল
হক আল-ফারূকী;
21. তার পীর আহমদ আবদুল হক আল- ফারূকী আর-রাদূলাবী;
22. তার পীর জামালুদ্দীন মুহাম্মদ ইবনে মাহমূদ আল-ওসমানী;
23. তার পীর শামসুদ্দীন তুরক আল- পানিপথী;
24. তার পীর সাইয়িদ আলাউদ্দীন আলী আহমদ সাবির আল-হাসানী কলীরী;
25. তার পীর ফরীদ উদ্দীন মাসঊদ গঞ্জেশাকার;
26. তার পীর সাইয়িদ কুতুব উদ্দীন বখতিয়ার
আল-হুসাইনী কাকী;
27. তার পীর সাইয়িদ মুঈন উদ্দীন আল- হুসাইনী আচ-চিশতী আল-আজমিরী;
28. তার পীর ওসমান আল-হারূনী;
29. তার পীর শরীফ আয-যানদনী;
30. তার পীর সাইয়িদ মওদুদ ইবনে আবূ ইউসুফ আল-হাসানী আচ-চিশতী;
31. তার পীর সাইয়িদ আবূ ইউসুফ ইবনে সামআন আল-হুসাইনী আচ-চিশতী;
32. তার পীর সাইয়িদ আবূ মুহাম্মদ আল-হাসানী আচ-চিশতী;
33. তার পীর সাইয়িদ আবূ আহমদ আবদাল আল-হাসানী আচ-চিশতী;
34. তার পীর আবূ ইসহাক আশ-শামী;
35. তার পীর উলূ মুমশাদ আদ-দীনাওয়ারী;
36. তার পীর আবূ হুরায়রা আল-বাসারী;
37. তার পীর হুযায়ফা আল-মারআশী;
38. তার পীর ইবরাহীম ইবনে আদহাম ইবেন মানসুর আল-বালখী;
39. তার পীর ফুযাইল ইবনে আয়ায ইবেন মাসঊদ ইবেন বিশর আত-তামীমী;
40. তার পীর আবদুল ওয়াহিদ ইবনে যায়দ;
41. তার পীর হাসান ইয়াসার আল-বাসারী;
42. তার পীর আলী ইবনে আবূ তালিব ;
43. তার পীর হযরত মুহাম্মদ (সাঃ) ।
ওনারা পেল কই ..?
বিষয়: বিবিধ
১৬১২ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
পীর - মুরিদ কনসেপ্ট ক্বুরআন ও হাদিসের বাইরের ।
By the way .....
চর মোনাইয়ের ওখানে মহব্বতের গভীরতা দেখাতে প্যান্ডেলের বাঁশ বেয়ে ওঠা-নামা করার কনটেস্ট চলতেছে , চলে আসতে পারেন
মন্তব্য করতে লগইন করুন