ভালকে সবাই গ্রহন করে এবং মন্দকে ঘৃনা করে।
লিখেছেন লিখেছেন হারেছ উদ্দিন ০৩ ফেব্রুয়ারি, ২০১৬, ০৭:৫৯:৪৭ সন্ধ্যা
ভাল এবং মন্দ সবাই বুঝে এমন কেউ নাই যে ভালকে গ্রহন এবং মন্দকে ঘৃনা করেনা!,,ভালকে সবাই সাদরে গ্রহন করে আর মন্দকে ঘৃনা করে এটাই চিরন্তন। কিন্তু সেই ভালকে সহজে পাওয়া কঠিন যত সহজে মন্দকে পাওয়ায়। যাহা সত্য তাহাই ভাল আর যা মিথ্যা সেটাই মন্দ এটাসর্বজন স্বীকৃত।কিন্তু ভাল বা সত্যকে অতি সহজে পাওয়া যায় নাযত সহজে মন্দকে বা মিথ্যাকে পাওয়া যায় কাজে লাগানো যায় সে ভালকে পাওয়া যায় না। ভালকে গড়তে হয় তৈরী করতে হয় কিন্তু মন্দ বিনা প্রচেষ্টায় পাওয়া যায়। আজ এই অত্যাধুনিক ডিজিটাল যুগে মন্দকে যে ভাবে ছড়িয়ে দেয়া হচ্ছে অশ্লিলতাকে বিভিন্ন ভাবে এবং হাতের কাছে তা সহজেই সবাই গ্রহন করতে পারছে।অনলাইনে বিভিন্ন মাধ্যমে যেভাবে মন্দকে অন্যায় অশ্লীলতাকে সহজে হাতে ধরিয়ে দেওয়া হচ্ছে সে ভাবে ভালোকে পাওয়া যায়না।এ সমস্ত মন্দ বা খারাপের মোকাবেলায় ভালকে প্রচারের প্রসারের মাধ্যম সিমিত। দেখুন ইউটিউব একটা মাধ্যম সেখানে ঢুকলে মন্দ বা অশ্লিলতা এমনিতে এসে যায় কিন্তু ভাল কিছুকেদেখতে হলে নিয়ত করে চার্জ দিয়ে বাহির করতে হয়। অর্থাৎ ভালকে ধারন করতে হলে প্রচেষ্টা চালাতে হয় আর মন্দকে হাতের কাছে সহজে পাওয়া যায়।সুতরাং ভালকে বা সত্যকে প্রচার করার জন্য সত্য মনা মানুষদের এগিয়ে আসতে হবে । তা নাহলে এই মন্দ অশ্লিল সমাজ থেকে ভাল কিছু পাওয়ার শিখার কিছুই থাকবে না।তাই যারা সামাজিক যোগাযোগের মাধ্যমে লিখেন তারা সব সময় ভাল কিছু দেওয়ার চেষ্টা করলে সবাই উপকৃত হবেপরিশেষে বলব ভাল কিছু লিখতে না পারলেও মন্দ বা অশ্লিল কিছু দেওয়া থেকে অন্তত বিরত থাকার চেষ্টা করলে ভাল হবে।
বিষয়: বিবিধ
১১৪০ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন