- প্রশ্ন হাজার

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৬ জানুয়ারি, ২০১৬, ০৩:৩৪:৩০ দুপুর



ঘুমের আগে টুম্পামনির

পশ্ন হাজার হাজার

প্রজারা সব খেটে মরে

রাজ্য কেন রাজার!

খেতে পায়না কতো লোকে

ঘুমায় ফুটপাথে

রাজা কেন ফূর্তি করে

থাকে রানীর সাথে!


কতো কলি ঝরে পড়ে

ফুল ফোটার মুখে

কতো শিশু স্কুল ছেড়ে

কারখানাতে ছুটে।

রাজার ছেলে রাজার মেয়ে

থাকেনা কেউ দেশে

কার টাকায় মাস্তি করে

কাটায় জীবন হেসে।


এমন হাজার প্রশ্ন রোজ

টুম্পামনির জাগে

মায়ের কাছে বাবার কাছে

ঘুমাতে যাবার আগে।



[বি.দ্র. ছবির টুম্পামনি ব্লগার মেরাজ ভাই এর কন্যার, অনুমতি স্বাপেক্ষে ব্যাবহার করা হলো]

বিষয়: বিবিধ

৯২১ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

357732
২৬ জানুয়ারি ২০১৬ বিকাল ০৪:৫৯
আবু সাইফ লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ..

আপনার ছড়ার মেশিনটা কি হাওলাত দেবেন কয়েকদিনের জন্য?
৫/৭দিন হলেই চলবে!

ভাবছি একটা বই বের করার কথা -
মেশিনটার প্রোডাকশন রেইট খুব ভালো কি না, তাই আর কি!!!
২৬ জানুয়ারি ২০১৬ বিকাল ০৫:৪৫
296818
বাকপ্রবাস লিখেছেন : ওয়াইলাইকুম আসসলামাRolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
357737
২৬ জানুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৬:৫৯
সুমাইয়া হাবীবা লিখেছেন : উপযুক্ত সময়ে উপযুক্ত প্রশ্ন!!! Applause Applause Applause
২৬ জানুয়ারি ২০১৬ সন্ধ্যা ০৭:১৯
296833
বাকপ্রবাস লিখেছেন : মন্তব্যটাও উপযুক্ত Angel
357756
২৬ জানুয়ারি ২০১৬ রাত ১১:১৩
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : প্রশ্নগুলি সহজ উত্তর জানা নাই!
২৭ জানুয়ারি ২০১৬ রাত ০২:১৫
296855
বাকপ্রবাস লিখেছেন : কবির সুমন তায় প্রশ্ন করে যায়
361433
০৫ মার্চ ২০১৬ বিকাল ০৫:৩৭
আশাবাদী যুবক লিখেছেন : কোথায় পাবো ওমর এখন বলেন?
০৫ মার্চ ২০১৬ সন্ধ্যা ০৬:৫৫
299555
বাকপ্রবাস লিখেছেন : তলোয়ার নিয়ে কেউ আসবেনা, এটম বোমা বানাতে হবে

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File