- প্রশ্ন হাজার
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৬ জানুয়ারি, ২০১৬, ০৩:৩৪:৩০ দুপুর
ঘুমের আগে টুম্পামনির
পশ্ন হাজার হাজার
প্রজারা সব খেটে মরে
রাজ্য কেন রাজার!
খেতে পায়না কতো লোকে
ঘুমায় ফুটপাথে
রাজা কেন ফূর্তি করে
থাকে রানীর সাথে!
কতো কলি ঝরে পড়ে
ফুল ফোটার মুখে
কতো শিশু স্কুল ছেড়ে
কারখানাতে ছুটে।
রাজার ছেলে রাজার মেয়ে
থাকেনা কেউ দেশে
কার টাকায় মাস্তি করে
কাটায় জীবন হেসে।
এমন হাজার প্রশ্ন রোজ
টুম্পামনির জাগে
মায়ের কাছে বাবার কাছে
ঘুমাতে যাবার আগে।
[বি.দ্র. ছবির টুম্পামনি ব্লগার মেরাজ ভাই এর কন্যার, অনুমতি স্বাপেক্ষে ব্যাবহার করা হলো]
বিষয়: বিবিধ
৯২১ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
আপনার ছড়ার মেশিনটা কি হাওলাত দেবেন কয়েকদিনের জন্য?
৫/৭দিন হলেই চলবে!
ভাবছি একটা বই বের করার কথা -
মেশিনটার প্রোডাকশন রেইট খুব ভালো কি না, তাই আর কি!!!
মন্তব্য করতে লগইন করুন