বাকশাল শাসনামলের ‘উলঙ্গ বাহার শাড়ী’

লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ২৬ জানুয়ারি, ২০১৬, ০৪:০১:৩১ বিকাল



শেখ মুজিবুর রহমান নিজেই আওয়ামীলীগকে বিলুপ্ত ঘোষণা করেছিলেন।

শেখ মুজিবুর রহমান এক আদেশবলে ‘বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ’ নামে একটি জাতীয় দল রাজনৈতিক দল গঠন করেন। বাকশালের জনক শেখ মুজিবুর রহমান নিজেই বাংলাদেশের অন্যান্য দলের সাথে বাংলাদেশ আওয়ামী লীগ কে বিলুপ্ত ঘোষণা করেছিলেন।

বস্তুতঃ শেখ মুজিব তার নিজের ও পরিবারের ক্ষমতাকে চিরস্থায়ী একটা ভিত্তি দেয়ার লক্ষ্যেই বাকশালী স্বৈরাচার কায়েম করেছিলেন। এভাবেই যুগযুগ ধরে স্বৈরাচারী শাসকরা আর্বিভুত হয়। এরা একই নিয়মে ক্ষমতা কুক্ষিগত করে। জামার্নীর হিটলারের উত্থান ঘটেছিল এভাবেই। নাৎসী পার্টি তাকে মহামানব আখ্যায়িত করেছিল। বাকশালীরাও শ্লোগান তুলেছিল, “এক নেতা, এক দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ।” ফলশ্রুতিতে মুজিব পরিণত হয়েছিলেন, একজন স্বৈরাচারী রাষ্ট্রনায়কে।

আওয়ামী লীগের আমলে বিদেশী সাহায্যের বেশিরভাগ মালই ভারতের কোলকাতা ও বিশাখা পাওম বন্দরে খালাস পেতো। একাত্তরের যুদ্ধ আর ধ্বংসযজ্ঞের পর বাহাত্তরে কোন দুর্ভিক্ষ না হয়ে আওয়ামী লীগের শাসন ও শোষণের ফলে ’৭৪-এ দুর্ভিক্ষের সৃষ্টি হয়েছিল। অনাহারে মারা গিয়েছিল লাখ লাখ আদম সন্তান। ডাষ্টবিনের উচ্ছিষ্ট নিয়ে কাড়াকাড়ি করেছিল মানুষ আর কুকুরে। অনাহারে মৃত ব্যক্তিদের কলাপাতার কাফনে দাফন করতে হয়েছে।

সংবাদপত্রের স্বাধীনতা, বাক স্বাধীনতা, মৌলিক অধিকারসহ সকল রাজনৈতিক অধিকার হরণ করা হয়েছিল। জাতি কখনোই এই কলংকিত ইতিহাসের কথা অন্তর থেকে মুছে ফেলতে পারে না। আওয়ামী-বাকশালী শাসনামল ছিল মূলতঃ হত্যার ইতিহাস, নারী নির্যাতনের ইতিহাস, লুণ্ঠনের ইতিহাস, শোষণের ইতিহাস, চোরাচালানের ইতিহাস, দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব ভারতীয় সম্প্রসারণবাদের পায়ের তলায় লুটিয়ে দেবার ইতিহাস, জাতীয় অর্থনীতিকে বিকিয়ে দেবার ইতিহাস, রক্ষীবাহিনীর শ্বেত সন্ত্রাসের ইতিহাস, স্বাধীনতা যুদ্ধের চেতনা ও লাখো শহীদের রক্তের সাথে বেঈমানীর ইতিহাস।

’৭৪-এ দুর্ভিক্ষের ক্ষমতা কুক্ষিগত আওয়ামী লীগ ও বাকশাল সরকার তাদের শাসনামলে বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে সরকারিভাবে ভারত থেকে সুন্দরী ও সোহাগী নামের দেড় হাত প্রস্ত ও সাত হাত দৈর্ঘ্য শাড়ী আমদানি করে আওয়ামী লীগ বস্ত্রহীন, নিরন্ন ও দুর্ভিক্ষপীড়িত মানুষের সাথে জঘণ্য মস্করা করেছিল। জনগণ ক্ষুব্ধ হয়ে ঐ কাপড়ের নাম দিয়েছিল ‘উলঙ্গ বাহার শাড়ী’।

বিষয়: বিবিধ

১২৮৩ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

357746
২৬ জানুয়ারি ২০১৬ রাত ০৮:৩৯
শেখের পোলা লিখেছেন : আবারও সেই দিন ফিরে আসতো যদিনা বঙ্গ সন্তানেরা বিদেশে কামলা দিত৷ তখনছিল বে আইনী লুটপাট আর এখন আইন করে লুটপাট৷এ সবই চেতনায় নিহীত ছিল, একে একএ বার হচ্ছে৷ধন্যবাদ৷
357757
২৬ জানুয়ারি ২০১৬ রাত ১১:১৫
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এখন তো এমনেতেই সবাই কম কাপড় পরছে!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File