- কলম
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৬ জানুয়ারি, ২০১৬, ০১:২৪:১৮ দুপুর

কলমে লাগে জোড়া কলমেই ছুটে
কলমের জোরে কেউ খায় চেটেপুটে।
কলমের খোঁচাতে কতো কিছু হয়ে যায়
সাজানো সংসার মাঝপথে থেমে যায়।
ডাক্তার লিখে দেয় রোগীর প্রেসক্রিপশান
মাষ্টার বলে দেখি লিখ ডেসক্রিপশান।
টুম্পা লিখে তায় কলমে আর খাতাতে
কলমের বিজ্ঞাপন খবরের পাতাতে।
ভাবে কবি হচ্ছেনা বাড়ে মনো দ্বন্দ
হাতে নিয়ে বসে আছে ছুটে যায় ছন্দ।
কলমের খোঁচাতেই বিচারক দেয় রায়
রাষ্ট্রপতি ছেড়ে দিয়ে বলে কাছে আয়।
কলমের কালি হোক লাল কিংবা কালোর
মন্দটা পিছু ফেলে জয় হোক ভালোর।
বিষয়: বিবিধ
৭১২ বার পঠিত, ২ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
-অসাধারণ। ধন্যবাদ।
মন্তব্য করতে লগইন করুন