নারীর শত্রু কে মৌলবাদিরা নাকি আধুনিক যৌনবাদিরা?
লিখেছেন লিখেছেন বিবেকবান ১৬ জানুয়ারি, ২০১৬, ১২:৪৫:৫১ দুপুর
........... টেলিভিশনসহ নানা প্রচার যন্ত্রের মাধ্যমে আমরা জেনে আসছি মৌল্লা মৌলভীরাই নারীর প্রধান শত্রু কিন্তু আসুন দেখি কিভাবে আধুনিক যৌনবাদি মৌল্লা মৌলভীরা (ব্যবসায়ি,মিডিয়া,কর্পোরেট) বিভিন্ন কৌশলে নারীদের গ্লামারকে পুঁজি করে তাদের মুনাফা লুটে নিচ্ছে এবং আমাদেরকে একটি ভোগবাদি সমাজ হিসেবে তুলে ধরছে.........
............ মার্শাল ম্যাকলুহান এর মতে বিজ্ঞাপনের ২টি উদ্দেশ্যঃ
I. To capture our attention
II. To develop the sale of product
আর বিজ্ঞাপনের এই উদ্দেশ্য পূরণ করতে মূলত নারীদের ব্যবহার ও উপস্থাপন করা হচ্ছে নানা কৌশলে।এর ফলে নারীর আর সকল পরিচয়ের বাইরে ‘পণ্য’ হিসেবে ফুটিয়ে তোলা হচ্ছে............
.................. শিক্ষক ও গবেষক সৌমিত্র শেখর তার টিভি বিজ্ঞাপনে নারী প্রতিকৃতি গ্রন্থে ১৩১ টি বিজ্ঞাপন বিশ্লেষণ করেন।এর মধ্যেঃ
a) জেন্ডার সংবেদনশীল বিজ্ঞাপন যেখানে নারীকে ইতিবাচকভাবে তুলে ধরা হয়েছে মাত্র ৪টি যা ৩.০৪%
b) জেন্ডার অসংবেদনশীল বিজ্ঞাপন যেখানে নারীকে নীতিবাচকভাবে তুলে ধরা হয়েছে প্রায় ৯২টি যা ৭০.২৩%
c) জেন্ডার নিরপেক্ষভাবে ৩৫টি যা ২৬.৭২%
.................. গবেষক ফাহমিদুল হকের ভাষায় বিজ্ঞাপনগুলোতে নারীর অবস্থান সমাজের ধ্যান ধারনার চাইতে আরও বেশী অধস্তন,সে হয়ে দাঁড়ায় যৌনতার প্রতীকে।(টিভি বিজ্ঞাপনে নারী প্রতিকৃতি,২০০৭পৃ ১৫)
............... গীতি আরা নাসরিনের গণমাধ্যম ও জনসমাজ প্রবন্ধে বলেছেন যে, “বিজ্ঞাপন নারীকে যেভাবে উপস্থাপন করে তা শুধু গৎবাঁধা এবং খন্ডিতই না কোন কোন ক্ষেত্রে মানহানিকর।পুরুষতান্ত্রিক ও শ্রেণীবিভক্ত সমাজে যে ভোগবাদী সংস্কৃতি প্রচার করা হয় তা সাধারণ মানুষের জীবন যাপনের এক ধোঁয়াশা ও অলীক রুপ দেওয়ার চেষ্টা করে।
..................... অতীতে নারীকে দাসী হিসেবে গণ্য করা হতো,পুড়িয়ে মারা হতো আর এখন নারী স্বাধীনতা,নারীর ক্ষমতায়ন নানা নাম দিয়ে নারীকে আধুনিক যৌনবাদিরা তাদের ব্যবসায়ের অন্যতম পুঁজি হিসেবে ব্যবহার করছে। আর সস্তা খ্যাতির মোহ পড়ে অনেক মাথা আছে কিন্তু মস্তিষ্কহীন নারী ও তাদের পরিবার এদের সহজ শিকারে পরিণত হচ্ছে......
বিষয়: বিবিধ
১২৬০ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ধন্যবাদ আপনাকে ।
মন্তব্য করতে লগইন করুন