নারী শিক্ষা উন্নয়ন
লিখেছেন লিখেছেন ইগলের চোখ ১৬ জানুয়ারি, ২০১৬, ০২:৫২:৫৭ দুপুর
একজন ভাল ও শিক্ষিত ‘মা’ই পারে একটি আগামী শিক্ষিত জাতি উপহার দিতে। নারীদের বাদ দিয়ে দেশের উন্নয়ন কখনও সম্ভব নয়। এজন্য নারী শিক্ষা বিস্তারে সরকার খুবই আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে। একজন মা শিক্ষিত হলে জাতি শিক্ষিত হবে। তাই নারী শিক্ষার প্রসার ঘটাতে সরকার বালিকা বিদ্যালয়গুলোর দিকে বিশেষ নজর দিচ্ছে। বছরের শুরুতে বিনামূল্যে শিক্ষার্থীদের হাতে বই তুলে দেয়া এবং সারা দেশে প্রায় ৩৪ কোটি পাঠ্যপুস্তক বিতরণ বর্তমান সরকারের অন্যতম একটি সাফল্য। জাতির উন্নয়নে শিক্ষার কোন বিকল্প নেই। বর্তমান সরকার ক্ষমতা গ্রহণের পর শিক্ষা ক্ষেত্রে বাংলাদেশ অভূতপূর্ব সাফল্য অর্জন করছে। নারীরা উপযুক্ত শিক্ষার মাধ্যমে কর্মস্থলে অবদান রাখছে। নারী শিক্ষার উন্নয়নের ফলে একদিকে যেমন কর্মক্ষত্রে নারিরা এগিয়ে যাচ্ছে, অন্যদিকে দেশের অর্থনীতেও যোগ হচ্ছে নতুন মাত্রা।
বিষয়: বিবিধ
৯৫৫ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন