হৃদয় দিয়ে স্বপ্ন ছোঁয়া
লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ১৬ জানুয়ারি, ২০১৬, ০২:৫৪:৪৩ দুপুর
মুখ বেধেছ হৃদয় দিয়ে স্বপ্ন ছুঁয়ে যাব
পথ আটকালে পথের মাঝেই পথটি খুঁজে নেব।
ভাবছ বুঝি ভয় পেয়ে সব মুখে দেব তালা ;
চুষবে রক্ত নেই তো বাধা .আরামসে নিরালা
যতই আজকে শক্তি রাখ সত্য হত্যার তরে '
সবই তোমার ধ্বংস. হবে সর্বনাশা ঝড়ে !
বিষয়: সাহিত্য
৭৬০ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন