ভাবনার বিষয়!! (কপি পোস্ট)

লিখেছেন লিখেছেন চেতনাবিলাস ২০ জানুয়ারি, ২০২০, ০৭:২১:০৫ সকাল

ক্বওমী হযরত কাউছার ভাই ও

মুহাম্মদ নিযামুদ্দীন মিসবাহ ভাইয়ের অনূভুতির কথাগুলো মনোযোগ দিয়ে পড়ুন!

জামায়াতের আকিদা খারাপ! এজন্য তাদের সাথে ঐক্য করা সম্ভব নয় বুঝলাম। তবে আপনারা খাঁটি আকিদার দাবিদার হয়েও নিজেদের এমন বেহাল দশা কেন?!

১, শায়খুল হাদীস আর চরমোনাই মিলেই তো ইসলামী শাসনতন্ত্র আন্দোলন তৈরী করেছিলেন, কোন আকীদার সমস্যায় তারা বিভক্ত হয়েছিলেন?

২. শায়খুল হাদীস তো জমিয়তেরও একজন নেতা ছিলেন, এরেপরও কোন আকীদার ভুলের কারণে জমিয়তীরা তাকে শিয়া বলতো?

৩. হাফেজ্জী হুজুর আর শায়খুল হাদীস তো খেলাফত আন্দোলনে ছিলেন। কোন আকীদার ভেজালে এই সংগঠন তিন ভাগে বিভক্ত হয়েছিলো?

৪. শায়খুল হাদীসের ছাত্র ছিলেন আমীনী সাহেব। শায়খের কোন আকীদার ভেজালের কারণে শায়খকে বসদ দিয়ে আমিনী নিজেকে ইসলামী ঐক্যজোটের চেয়াম্যান ঘোষণা করেছিলেন?

৫. শায়খুল হাদীসের কোন ভুল আকীদার কারণে মুফতি মনসুর আপন উস্তাদকে লাঞ্ছিত করে জামেয়া রহমানিয়া থেকে বের করে দিয়েছিলেন?

৬. কোন আকীদার ভেজালে শায়খুল হাদীসকে বাদ দিয়ে মাওলানা ইসহাক সাহেবকে আমীর বানিয়ে পৃথক খেলাফত মজলিস তৈরী হলো?

৭.কোন আকীদার সমস্যায় জমিয়ত, নেজামে ইসলাম পার্টি আজ দুইভাগে বিভক্ত?

৮. কোন সহীহ আকীদার অভাবে ওলীপুরী সাব আপন উস্তাদ তফাজ্জুল হক হবিগঞ্জীকে বাদ দিয়ে শিক্ষাবোর্ডের চেয়ারম্যান হয়ে গেলেন?

৯. কোন সহী আকীদার অভাবে কাওমী মাদরাসাগুলো অসংখ্য শিক্ষাবোর্ডে বিভক্ত?

১০, ঢাকা বিশ্ববিদ্যালয় কয়টা?

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কয়টা?

কিন্তু দারুল উলুম দেওবন্দ একই নামে দুইটা কেন?

একই নামে দুই প্রতিষ্ঠান, দুই সংগঠন চালিয়ে নেয়ার মতো নোংরামি কওমী আর ছাড়া আর কোথায় আছে?

ছাত্র হয়েও আপন উস্তাদকে মাদরাসা থেকে বের করে দেয়া! আপন উস্তাদকে দল থেকে বের করে দিয়ে নিজেকে আমীর ঘোষনা দেয়ার মতো বেয়াদবী কওমী অঙ্গন ছাড়া আর কোথায় পাবেন?

পক্ষান্তরে যাদেরকে আপনারা আকিদা খারাপ এবং ক্ষমতালোভী বলেন! তাদের সংগঠনের তত্ত্বাবধানে দেশের সেরা ব্যাংক বীমা স্কুল কলেজ ইউনিভার্সিটি হাসপাতালসহ শতশত প্রতিষ্ঠান থাকার পরেও নেতৃত্ব নিয়ে তাদের কখনো বিরোধ পরিলক্ষিত হয়নি।

যারা একটি মাদ্রাসা অথবা ছোট্ট রাজনৈতিক দলের নিয়ন্ত্রণের লোভ সামলাতে পারেনা! এসব লোক বা তাদের অনুসারীরা যখন জামায়াতের সমালোচনা মুখর হয় ! তখন তাদেরকে কী বলা উচিৎ?

বিষয়: বিবিধ

৯৩৭ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

386797
২১ জানুয়ারি ২০২০ রাত ০২:১৪
মোহাম্মদ আবদুর রহমান সিরাজী লিখেছেন : দারুল উলুম দেওবন্দ নামে কি ২টি প্রতিষ্ঠান আদৌ আছে নাকি ভুয়া খবর নিয়ে এসেছেন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File