- শুভ ২০১৬
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০১ জানুয়ারি, ২০১৬, ০৩:৩৮:০৭ রাত

গেল বছর যেমন তেমন আসছে বছর যাক ভালো
গেল বছরের অপূর্ণতার আসছে বছর ছড়াক আলো।
গেল বছর টানাটানির আসছে বছর আশার বাণী
গেল বছর হানাহানির আসছে বছর হোক ফানি।
গেল বছর পায়নি যাহা আসছে বছর করছি আশা
গেল বছর প্রেম হয়নি আসছে বছর হোক ঠাসা।
গেল বছর ধারদেনায় আসছে বছর হোক শোধ
গেল বছর বর্ষা বন্যার আসছে বছর হোক রোদ।
গেল বছর হয়নি বোনাস আসছে বছর চাইছি খুব
গেল বছর নুনপানতায় আসছে বছর জুটুুক স্যুপ।
গেল বছর উরুথুরু আসছে বছর যাক চরম
গেল বছর দিলাম বিদায় আসছে বছর খুব স্বাগতম।
বিষয়: বিবিধ
১১৪১ বার পঠিত, ২ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন