রাসুলের(সাঃ) সিদ্ধান্তের বাইরে কারো অনুসরণ করার অনুমতি নাই।
লিখেছেন লিখেছেন আবদুল কাদের হেলাল ০১ জানুয়ারি, ২০১৬, ০৪:৪৫:১১ রাত
দুই ঈদের দিন ব্যতিত সকল উৎসবকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহে ওসাল্লাম বাতিল করে দিয়েছেন। সূতরাং রাসূলের উম্মত বা দলে থাকতে হলে এই সিদ্ধান্ত সর্বান্তকরণে মেনে নিতে হবে। এর বাইরে কারো অনুসরণ করার অনুমতি নাই।রাসূল(সাঃ) যেগুলোকে বাতিল করেছেন সেগুলোকে আবার বরণ করার মধ্যে অকল্যাণ ছাড়া আর কিছুই নেই। পরের দিনের পত্রিকা সেই অকল্যানের চিত্র কিছুটা প্রকাশ করে।
বিষয়: আন্তর্জাতিক
১৩২৮ বার পঠিত, ১০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন