পিটিশন চলছে

লিখেছেন লিখেছেন আবদুল কাদের হেলাল ১৭ নভেম্বর, ২০১৬, ০২:১০:৩৫ রাত

গুমের কান্না,খুনের কান্না, আংগুল কেটে ফেলার কান্না,হাতের কবজি কাটার কান্না,হাত ভাংগার কান্না,পা ভাংগার কান্না, পা কাটার কান্না, চোখ উপড়ে ফেলার কান্না, কান কাটার কান্না গুলি করে হাত-পা পুংগু করার কান্না, নির্যাতন করে বিনা চিকিতসায় ফেলে রেখে কষ্ট দেয়ার কান্না, ধর্ষিতার কান্না, এতিমের কান্না,বিধবার কান্না, সন্তান হারা মা-বাবার কান্না, মামলা - মকদ্দমায় জর্জরিত হয়ে সর্বহারা হওয়া লক্ষ লক্ষ মানুষের কান্না, ঘর -বাড়ি জ্বালিয়ে দেয়ার কান্না, ভেংগে চুরমার করে দেয়ার কান্না, মামালা-হামলার ভয়ে পালিয়ে বেড়ানোদের কান্না+বদদোয়া (পিটিশন) সব আল্লাহর কাছে জমা হয়েছে & হচ্ছে। নিশ্চয়ই আল্লাহ প্রতিটি কান্নার বদলা নিবেন।

বিষয়: আন্তর্জাতিক

১১৯০ বার পঠিত, ২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

379767
১৭ নভেম্বর ২০১৬ সকাল ০৬:১৬
মুহাঃ মাসউদুল হাসান মামুন লিখেছেন : ভালো লাগলো
379788
১৮ নভেম্বর ২০১৬ সন্ধ্যা ০৭:০৪
সন্ধাতারা লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতাহু পরম শ্রদ্ধেয় ভাইয়া।

সহমত।

জাযাকাল্লাহু খাইরান।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File