মানব পাচারঃ দেশীয় চাঁদাবাজ থেকে বাঁচতে গিয়ে আন্তর্জাতিক চাঁদাবাজদের খপ্পরে পড়ছে।
লিখেছেন লিখেছেন আবদুল কাদের হেলাল ১০ মে, ২০১৫, ০২:৪২:০৫ দুপুর
সরকার কর্মসংস্থান করতে চরম ভাবে ব্যর্থ হয়েছে তাই মানব পাচার বেড়েছে।
সরকার নিজেই জড়িত তাই।
মিডিয়ার মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি না করায় জনগন বুঝতে পারছে না ভিটে-মাটি বেচে তার আপনজনকে ডাকাতদের হাতে তুলে দিচ্ছে।
ইন্ডিয়ান,নেপালিরা যেখানে ৭০/৮০ হাজার টাকায় বিদেশ যেতে পারে সেখানে বাংলাদেশীদের ৮/১০ লাখ টাকা লাগে। একারনে এখানে কম টাকার কথা শুনে ক্ষুদার্ত মানুষেরা ঝাঁপিয়ে পড়ে।
নিরাপত্তাহীনতার কারনেও মানব পাচারকারীরা সুযোগ নিচ্ছে। জনগন সব সময় আতংকে থাকে এই বুঝি চাঁদাবাজ, কমিশন ব্যবসায়ীরা এসে তাকে ধরিয়ে দিয়ে তার(চাঁদাবাজের) অংশ নগদ বুঝে নিলো।এই বুঝি তার ঠিকানা পুংগ হাসপাতালে অথবা কবরস্থানে,বা খালে,বিলে,নদীতে। দিশেহারা জনগন দেশীয় চাঁদাবাজ থেকে বাঁচতে গিয়ে আন্তর্জাতিক চাঁদাবাজদের খপ্পরে পড়ছে।
আমরা জনগন কোনো সরকারের কাছেই ভাত কাপড় চাই না -চাই নিরাপদ জনপদ।
বিষয়: বিবিধ
১২৭৫ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন