বর্তমান জ্ঞান -বিজ্ঞানের যুগেও এতগুলো বেকুব বাংলাদেশে বাস করে তা ভাবতেও আশ্চর্য লাগে।

লিখেছেন লিখেছেন আবদুল কাদের হেলাল ১৬ এপ্রিল, ২০১৬, ০৪:৪৭:০৬ রাত

বাণিজ্যিক সাম্রাজ্যবাদীরাই পহেলা বৈশাখের নামে এসব অপকর্ম চালু রেখেছে যাতে তাদের বাণিজ্য ভালো চলে। বিভিন্ন টিভি চ্যানেল,পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে উতসাহিত করে,আগ্রহী করে, যার ফলশ্রুতিতে স্ত্রী তার স্বামীকে বলে পহেলা বৈশাখে হয় শাড়ী দাও না হয় দড়ি দাও।সামাজিক অবক্ষয় আজ তলানীতে গিয়ে ঠেকেছে।বর্তমান জ্ঞান -বিজ্ঞানের যুগেও এতগুলো বেকুব বাংলাদেশে বাস করে তা ভাবতেও আশ্চর্য লাগে।আর তা হলো কিছু নর-নারী পাঞ্জাবি আর শাড়ী পরিধান করে রাস্তায় মংগল শোভাযাত্রা করে আর বলে এসো হে বৈশাখ আমাদের মংগল দিয়ে যাও।এভাবে হাজার হাজার মানুষ ডাকাডাকি করলে বৈশাখ আসবে না কল্যাণ আসবে?? সকল ধর্মের লোকের জন্যই এতে লাভের কিছু নেই।ত্যাগের কিছু নেই।আছে শুধু ভোগ-বিলাস-ভোগ বাণিজ্য। সূতরাং সকল ধর্মের লোকদের উচিত আনন্দের নামে এসব ভোগ-বিলাস থেকে বেরিয়ে এসে ছিন্নমূল, অসহায় জনগোষ্ঠীর জন্যে কিছু একটা করা হোক তা অল্প।

বিষয়: বিবিধ

১৩৮৭ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

365836
১৬ এপ্রিল ২০১৬ সকাল ০৬:৩৬
শেখের পোলা লিখেছেন : মুশরিকরা ইঁদুর বাঁদর পেঁচা সাপ সবের পূঁজা করে, বর চায়৷ কিন্তু যারা নিজেদের এক আল্লাহর বান্দা বলে জানে তারা এ সব করে কেন? তাহলে তাদের সাথে আমাদের তফাতটা আর কোথায় রইল৷
১৬ এপ্রিল ২০১৬ দুপুর ০১:৪৪
303508
আবদুল কাদের হেলাল লিখেছেন : মন্তব্যের জন্য ধন্যবাদ। এর কারন হলো বেশির ভাগ মুসলমান এমনকি অনেক নিয়মিত পাঁচ ওয়াক্ত নামাযি মুসলমানও ইসলামকে কিছু অনুষ্ঠান সর্বস্ব মনে করে। সে কারনেই বাণিজ্যিক সাম্রাজ্যবাদীদের খপ্পরে পড়েছে।
365838
১৬ এপ্রিল ২০১৬ সকাল ০৭:২১
চেতনাবিলাস লিখেছেন : সুন্দর লিখেছেন! অসংখ্য ধন্যবাদ |
365839
১৬ এপ্রিল ২০১৬ সকাল ০৭:২৬
গাজী সালাউদ্দিন লিখেছেন : আমি কিছুই করিনাই।
১৬ এপ্রিল ২০১৬ দুপুর ০১:৪৫
303509
আবদুল কাদের হেলাল লিখেছেন : পড়ার জন্য ধন্যবাদ।
১৬ এপ্রিল ২০১৬ দুপুর ০১:৪৬
303510
আবদুল কাদের হেলাল লিখেছেন : পড়ার জন্য ধন্যবাদ।
365842
১৬ এপ্রিল ২০১৬ সকাল ০৯:২২
শাহাদাত হুসাইন নবীনগর লিখেছেন : আমরা ব্যাস্ত ভোগবিলাস আর নাচে-গানে। কবর জগতে কিছু হবে কিনা সে নিয়ে কোন চিন্তা নেই।
365851
১৬ এপ্রিল ২০১৬ দুপুর ১২:২৮
বিবর্ন সন্ধা লিখেছেন : আসসালামু আলাইকুম

হি হি হি

আপ্নে দেখি বড় বেকুব Tongue
যাকে বলে এক্কেবারে ক্ষেত Rolling on the Floor
অবশ্য আমি ও ক্ষেত Broken Heart

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File