বর্তমান জ্ঞান -বিজ্ঞানের যুগেও এতগুলো বেকুব বাংলাদেশে বাস করে তা ভাবতেও আশ্চর্য লাগে।
লিখেছেন লিখেছেন আবদুল কাদের হেলাল ১৬ এপ্রিল, ২০১৬, ০৪:৪৭:০৬ রাত
বাণিজ্যিক সাম্রাজ্যবাদীরাই পহেলা বৈশাখের নামে এসব অপকর্ম চালু রেখেছে যাতে তাদের বাণিজ্য ভালো চলে। বিভিন্ন টিভি চ্যানেল,পত্রিকায় বিজ্ঞাপন দিয়ে উতসাহিত করে,আগ্রহী করে, যার ফলশ্রুতিতে স্ত্রী তার স্বামীকে বলে পহেলা বৈশাখে হয় শাড়ী দাও না হয় দড়ি দাও।সামাজিক অবক্ষয় আজ তলানীতে গিয়ে ঠেকেছে।বর্তমান জ্ঞান -বিজ্ঞানের যুগেও এতগুলো বেকুব বাংলাদেশে বাস করে তা ভাবতেও আশ্চর্য লাগে।আর তা হলো কিছু নর-নারী পাঞ্জাবি আর শাড়ী পরিধান করে রাস্তায় মংগল শোভাযাত্রা করে আর বলে এসো হে বৈশাখ আমাদের মংগল দিয়ে যাও।এভাবে হাজার হাজার মানুষ ডাকাডাকি করলে বৈশাখ আসবে না কল্যাণ আসবে?? সকল ধর্মের লোকের জন্যই এতে লাভের কিছু নেই।ত্যাগের কিছু নেই।আছে শুধু ভোগ-বিলাস-ভোগ বাণিজ্য। সূতরাং সকল ধর্মের লোকদের উচিত আনন্দের নামে এসব ভোগ-বিলাস থেকে বেরিয়ে এসে ছিন্নমূল, অসহায় জনগোষ্ঠীর জন্যে কিছু একটা করা হোক তা অল্প।
বিষয়: বিবিধ
১৩৮৭ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
হি হি হি
আপ্নে দেখি বড় বেকুব
যাকে বলে এক্কেবারে ক্ষেত
অবশ্য আমি ও ক্ষেত
মন্তব্য করতে লগইন করুন