একাত্তরের ১৪ ডিসেম্বর নিহত বুদ্ধিজীবীদের শহীদ হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন গয়েশ্বর
লিখেছেন লিখেছেন আবদুল কাদের হেলাল ২৭ ডিসেম্বর, ২০১৫, ০৪:১৭:৫৯ রাত
"একাত্তরে ১৪ ডিসেম্বর নিহত বুদ্ধিজীবীদের শহীদ হওয়া নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
শহীদ বুদ্ধিজীবী প্রসঙ্গে তিনি বলেন, “তারা নির্বোধের মতো মারা গেল, আমাদের মতো নির্বোধেরা প্রতিদিন শহীদ বুদ্ধিজীবী হিসেবে ফুল দেয়। না গেলে আবার পাপ হয়।”
গয়েশ্বর বলেন, “উনারা যদি এতো বুদ্ধিমান হন, তাহলে ১৪ তারিখ পর্যন্ত তারা নিজের ঘরে থাকে কী করে, একটু বলেন তো।” ‘২৫ মার্চ যেসব সাধারণ মানুষ নিহত হয়েছে তারা পাকিস্তানিদের হামলার বিষয়ে অজ্ঞাত ছিল। কিন্তু ১৪ ডিসেম্বর যেসব বুদ্ধিজীবী নিহত হয়েছে, তারা পাকিস্তানিদের হামলা ও বরবরতা সম্পর্কে জানতো। এমনকি শেষদিন পর্যন্ত তারা পাকিস্তান সরকারের অধীনে চাকরি করেছেন, অফিসে গিয়েছেন এবং নিয়মিত বেতন নিয়েছেন। তাহলে তারা শহীদ হন কীভাবে?"
এই সত্য উচ্চারণ গুলি আরো আগে বের হওয়া উচিৎ ছিল। ইতিহাস হবে ততটুকু, যতটুকু সত্য। মিথ্যা দিয়ে হাজারো পাণ্ডুলিপি লিখে চেতনার ব্যাবসা করা যায়, ইতিহাস চর্চা হয়না। আমামীলীগ মূলত চেতনার নামে লেবু একটু বেশি চিপতে গিয়ে তিতা বানায় ফেলছে। মানুষের পিঠ দেওয়ালে ঠেকা সত্যেও এখন যে সত্য গুলি উচ্চারণ করতেছে তা লীগের হজম করতে কষ্ট হওয়ারই কথা।
বিষয়: বিবিধ
১৫৪৬ বার পঠিত, ৭ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
যে সব মানুষ বঙ্গবন্ধু আহবানে সাড়া দেয় নি । ঠিকই পাকিস্তান সরকারের অধীনে চাকুরি করেছে এবং বেতনও নিয়েছে তাদেরকে কি করে আমরা স্বাধীনতার পক্ষের বলি ? তারা তো বরং পাকিস্তান সরকার এর সে সময়ের হুকুম পালন করেছে ।
মন্তব্য করতে লগইন করুন