এমন দেশ চাই
লিখেছেন লিখেছেন সৈয়দ কামাল হুসাইন ২৭ ডিসেম্বর, ২০১৫, ০২:২৩:৩৯ রাত
এমন একটা দেশ
, ,
এমন একটা দেশ চাই,
যে দেশে স্বাধীনতার নামে মানুষ হত্যা
করবেনা,
যে দেশে মুক্তিযুদ্ধার কথা বলে হত্যা
করবেনা মানুষের অধিকার।
এমন একটা দেশ চাই
যে দেশে সত্য কথা বলা যায় প্রকাশ্যে,
এমন একটা দেশ চাই,
যে দেশে স্বাধীনতার কথা বলে সত্য কে
নির্বাসনে দিতে হয়না।
এমন একটা দেশ চাই,
যে দেশে স্বাধীনতার কথা বলে ধর্ম কে
অপমান করতে না হয়,
যে দেশে স্বাধীনতার কথা বলে কুরআন
মানা সন্ত্রাস না হয়।
এমন একটা দেশ চাই
যে দেশে মানবতার শ্রেষ্ঠ আর্দশ কে
অপবিত্র করতে না হয়।
এমন একটা দেশ চাই
যে দেশে সকালে সত্য বললে বিকালে
গুম হতে না হয়,
সত্য বললে বন্দী হতে না হয়।
যে দেশে স্বাধীনতার নাম দিয়ে
মানুষের অধিকার আগুনে পুড়াতে না হয়।
এমন একটা দেশ চাই
যে দেশে নষ্টরা না হয় শ্রেষ্ঠ
জাতির কলঙ্ক'রা না হয় শ্রেষ্ঠ
এমন একটা দেশ চাই,
যে দেশ দেখে বলতে পারি,
এই দেশ আমার।
বিষয়: বিবিধ
১১৪৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন