মিথ্যাগুলো স্বাধীন

লিখেছেন লিখেছেন সৈয়দ কামাল হুসাইন ০২ জানুয়ারি, ২০১৬, ০৯:০৮:৪৪ রাত

মিথ্যাগুলো স্বাধীন

,,,,,,,

আমি এই শহরের দুঃখ গুলো পড়তে থাকি,

শহরের ছোখ বেয়ে অশ্রু নামে-

তাঁর হৃদয় ক্ষতবিক্ষত হতে থাকে আঘাতে।

দস্যূরা তার বুকের উপর দাঁড়িয়ে,

অধিকার টুকরো করে ফেলে রাখে,---

স্বাধীনতা হাতের মুঠোয় বন্দী করে রাখে

সে চিৎকার করতে পারে না।

শব্দ করে কাঁদতে পারে না।

এই শহর শুধু বেঁচে থাকার জন্য,

মিথ্যা করে বলে আমি স্বাধীন।

নিজেকে প্রশ্ন করে,

স্বাধীনতার চেয়ে কি প্রাণের দাম বেশি?

যেসব প্রাণের বিনিময়ে স্বাধীনতা,,

তাদের সাথে বিশ্বাসঘাতকথা,

এর শাস্তি কি হবে?

বিষয়: Contest_priyo

১৪২০ বার পঠিত, ১ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

356031
০২ জানুয়ারি ২০১৬ রাত ১০:৪৭
বেদূঈন পথিক লিখেছেন : দাদা চালিয়ে যান।
আশির্বাদ রইল

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File