নিরুত্তাপ

লিখেছেন লিখেছেন সৈয়দ কামাল হুসাইন ২৬ ডিসেম্বর, ২০১৫, ১১:১৭:১৪ রাত



সৈয়দ কামাল হুসাইন

,,,,,

রৌদ্রের বুক থেকে ঝরে গেছে তাপ

কুয়াশা ভিতরে নীরবে সূর্য কাঁদে,

আঁধার গর্তে নাচে বিষাক্ত সাপ

আলো'রা দিয়েছে ধরা রাত্রির ফাঁদে।

জলের নৃত্য দেখে পথিকের হাত

'টলমল লাল চোখে খুঁজে প্রেম সুখ,

সর্বত্রই ধোঁকা ছল ছায়াপাত

আঁধার জড়িয়ে নেয় প্রভাতের মুখ।

হতাশার পাখা পৃথিবীতে ছায়া ফেলে

হৃদয়ের কথা'রা উড়ে যায় আকাশে,

শব্দের বনে শূন্যতা ডানা মেলে

ধূসর জীবন বিষাক্ত বাতাসে।

ভুলে যায় পথ, সে চেনা ঘর ঠিকানা,

চুপচাপ বোবা হয়ে দিগন্তে চেয়ে,

ভাবে আজ চলে যেতে নেই কারো মানা

প্রাণের মুক্তি পেতে জল সিঁড়ি বেয়ে।

বিষয়: সাহিত্য

১০৫৩ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File