- অব্যক্ত কথা
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০১ জানুয়ারি, ২০১৬, ০১:২৭:০৫ রাত
ফেরিওয়ালার মিঠাই কিনে খেলো পোলাপান
এমন মিঠাই তোমার স্বর জুড়াইলো পরান।
সুন্দরবনে মধু আছে, আছে বাঘের ভয়
এমনই ভয় বুকের ভেতর কইতে মনে লয়।
আমিয়াখুম ঝরনা যেমন ঝরে ছলাৎছল
তেমনি তোর খোলা চুলে মাতাল হাওয়ার দল।
ঝিঙ্গেফুলে ভ্রমর আসে কি জানি কি কথা হয়
মনে আমার জমাট কথা কইতে মনে লয়।
নারিকেলের পাতার ফাঁকে চাঁদ হাসে যেমন
কপালে তোর টিপের মায়া জোৎস্না ছড়ায় তেমন
জানলার পাশে লতায় ফুল গন্ধে আকুলময়
মনে ফোটে কথার খই কইতে মনে লয়।
বিষয়: বিবিধ
৯৭৬ বার পঠিত, ৬ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন