- ডেস্ক অব নির্বাচন কমিশনার

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২৮ ডিসেম্বর, ২০১৫, ১২:২৩:৩২ দুপুর

ভোট হলে টুকটাক মারপিট হয় তো

এ আর তেমন কি গুরুতর নয় তো।

শুনেছি বিএনপি পোলিং এজেন্ট পায়না

মামলার ভয়ে কেউ কেন্দ্রে আসতে চায়না।


আমরা বলি ভয় কিগো দু'চার কিলে

মেরে ধরে সন্ত্রাষের মামলাটা দিলে।

যে কথা বলছিলাম সাংবাদিক ভাইরা

ছবি যদি তুলতে চান ক্যামরা নেব কাইড়া।


দূর থেকে দেখে দেখে লিখে দেবেন খবরে

এমন শান্তির ভোট, আছি যেন কবরে।

চ্যানেলগুলো ঠিক আছে আমাদেরই দখলে

সুষ্ঠ ভোটের প্রশংসায় কোরাজ গাইবে সকলে।


রাত হলে টকশোতে টাক মাথায় তেল আছে

পর্যবেক্ষক কলিমুল্লাহ বলে দেবেন ঠিক আছে।

ঘরে বসে ভোট দেবেন ডিজিটাল ভোট ভাইরে

মিছেমিছি কেন্দ্রে যাবেন ফায়দা হবে নাইরে।


আপনার ভোট আমরা দেব সেট করা আছে সব

ব্যালট বাকসো সকালেই পুরে যাবে গবাগব।

রাখি তবে এই ছিলো সর্বশেষ আপডেট

ভেরী গুড নির্বাচন কমিশন ইস দা ভেরী গ্র্যাট।

বিষয়: বিবিধ

৮৯১ বার পঠিত, ৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

355484
২৮ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:৪৬
২৮ ডিসেম্বর ২০১৫ বিকাল ০৫:৪৬
295192
বাকপ্রবাস লিখেছেন : রাকিব শর্মায়না আমনে শর্মান কেন?
355535
২৮ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৫৩
চেতনাবিলাস লিখেছেন : বাহ! দারুণ!!!!
২৮ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:২৪
295212
বাকপ্রবাস লিখেছেন : চেতনা আরকিTongue

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File