মানুষের সৌন্দর্যের কোন তুলনা নেই

লিখেছেন লিখেছেন শামীমা শারনীম শাম্মী ২৮ ডিসেম্বর, ২০১৫, ০৮:৫০:৫২ সকাল

সত্যি মানুষের রুপের কোন তুলনা

নাই। আল্লাহ তাআলা বার বার

কসম খেয়ে মানুষের রুপের প্রশংসা

ব্যক্ত করে বলেন ( কসম আঞ্জির

গাছের, কসম যয়তুন গাছের, কসম

তুর পাহাড়ের, এবং কসম নিরাপদ

মক্কা শহরের, নিশ্চয় আমি ইনসান কে

সুঠাম সুন্দর্য মণ্ডিত করে সৃষ্টি

করেছি।)

[সূরা ত্বীন]

"

মানুষ অতুলনীয় সৌন্দর্যের

একচেটিয়া

মালিক। মানুষের অপাদমস্তক সবটাই

বেমিছাল রুপ লাবণ্য মণ্ডিত। তম্মধ্যে

চেহারাটাই সমধিক রুপসী। বক্র চাহনী

গোলাপী হাসি, বীরত্ব ব্যঞ্জক অবলোকন,

তার উন্নত গ্রিবা, উন্নত শির সব মিলিয়ে

সৃষ্টির এক আকর্ষণীয় প্রকাশনী

"

মানুষের চেহারা টা কালো হোক না

কেন এমনি এক আকর্ষনীয় এক আভা

তার চোখে মুখে ফুটে আছে যে তার

কোন তুলনা চলে না। ভেবে ও কূল

পাওয়া যায়না, আল্লাহ তাআলা যেন

সমস্ত কৌশল নিংড়ে দিয়েছেন এখানে।

"

কিন্ত আফছুছ! হাজার আফছুছ! যে,

আমারদের সবচাইতে নিকটতম প্রিয়তম

এই চেহারাটা আমরা সরাসরি

ভাবে নিজ চোখে দেখিনা, আর দেখিনা

বলে বুঝি তার কোন আকর্ষণ আমার

নাই, নাই বলে মেয়েরা সেই চেহারায় ভ্রু প্লাক করি।

আর ছেলেরা নিজ হাতে ধারালো ব্লেড

দিয়ে ক্ষত বিক্ষত করে ফেলি।

"

যেখানে আল্লাহ তাআলা তার

মহব্বতের দুটি হাত দিয়ে আমাদের

চেহারা সৃষ্টি করলেন। আল্লাহ তাআলা

তারঁ মনোপূত সুপরিকপ্লিত রুপেই

মানুষ কে সৃষ্টি করছেন, সেই চেহারায়

অস্ত্র পরিচালনা, মেয়েরা ভ্রু প্লাক

করা কুফরী নয় কি??????????????

আল্লাহ পছন্দ করলেন এক ধরণের, তার

বিরুদ্দে আমি পছন্দ করলাম অন্য ধরণের।

"

হায়! কোথায় হবে আমার অবস্থান? ধিক

আমার মনন ক্ষমতার শত ধিক আমার এ

চেহারা!

'

মুসলীম মুশরীক, মুনাফেক নাস্তিক, যেই হক

জগত বিখ্যাত সব মানুষের চেহারা পাশাপাশি

স্থাপন করুণ। কার্ল মাক্স, লেলিন, রবীন্দ্রনাথ,

স্বামী দয়ান্দ, সেক্সপিয়ার সহ অনেকের মুখে

দাড়ি শোভা পাচ্ছে , জগত বাসীর কাছে

তারা সবাই সম্মানী ও জ্ঞানী বলে আখ্যায়িত।

"

এবার আসুন আমাদের দিকে একটু দৃষ্টি ফিরাই

কি হলো আমাদের? কেন এমন হলো?

"

আমরা বিধর্মীদের অনোসরণে এমন ভাবে

মগ্ন তাই মুসল মান গন আপন বৈশিষ্ট্য গুলোর

পরিচয় পর্যন্ত ভুলেগেছি।

দাড়ি রাখা সর্ব শ্রেষ্ঠ ও সর্ব শেষ নবীর অন্যতম

আদর্শ ইসলামের অন্যতম বৈশিষ্ট্য তা ভুলেগিছি।

দাড়ি কামানোর অভ্যাস একটা ব্যাধি হিসাবে

ছড়িয়ে পড়ছে।

বিষয়: বিবিধ

১২৬৫ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

355466
২৮ ডিসেম্বর ২০১৫ সকাল ০৯:৩৪
হতভাগা লিখেছেন : আপু মনে হয় দেখতে খুব একটা সুন্দরী না
355468
২৮ ডিসেম্বর ২০১৫ সকাল ১০:২২
অপি বাইদান লিখেছেন : ধাপ্পাবাজ লোকদের মত আল্লা এত কসম কাটেন ক্যান?
২৮ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:২৭
295188
ছালসাবিল লিখেছেন : Love Struck উললললে আমার বাববাুতা Love Struck ডারলিং উম্মাম্মাম্মা Love Struck Love Struck Love Struck
355472
২৮ ডিসেম্বর ২০১৫ সকাল ১১:২১
মোঃ কবির হোসেন লিখেছেন : আল্লাহ তা-আলা তাঁর
মহব্বতের দুটি হাঁত দিয়ে আমাদের

চেহারা সৃষ্টি করলেন। আল্লাহ তা-আলা

তাঁর মনোপূত সুপরিকপ্লিত রুপেই

মানুষ কে সৃষ্টি করছেন,ধন্যবাদ।শুভেচ্ছা জানবেন।
355506
২৮ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:৩৭
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File