কিসের বিজয়?
লিখেছেন লিখেছেন শামীমা শারনীম শাম্মী ১৬ ডিসেম্বর, ২০১৫, ০১:৩২:৪৮ দুপুর
কিসের বিজয়???
"""""""""""'""""''""""""
শামীমা শারনীম শাম্মী।
"
ইতিহাসের পাণ্ডুলিপি খুজে আজও
পাইনি আমি,
কোন বর্বরতার জবাব দিয়ে বিজয়
হল এ ভূমি।
বিবেকের আদালত কে করে তালাশ,
দূর্নীতি রাহাজানি গুম খুন আর
সসন্ত্রাস।
আলেম উলামা জাতির মাথার তাজ,
নির্যাতন ও নিপিড়নের শিকার
তারা আজ।
জাতীয় কবির লিখা কেন জাতীয়
সংগীত নয়,
এমনতর বুদ্বী বিবেক স্বাধীন কি করে
হয়।
ধুয়ে মুছে বিদায় করে অত্যাচারের
আর পরাজয়ের গ্লানি,
সবার কন্ঠে যেন ভেসে উঠে
বিজয়ের বাণী।
বিষয়: বিবিধ
৯৮৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন