- চেতনাস্ফিতি

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৬ ডিসেম্বর, ২০১৫, ০১:০৮:৪২ দুপুর

যুদ্ধে যারা গিয়েছিল দিয়েছিল প্রাণ

ধূকে ধূকে মরছে আজ তাদেরই সন্তান।

যুদ্ধে যারা হাত গুটিয়ে ছিল ঘাপটি মেরে

তারাই আজ আসল যোদ্ধা গাইছে গলা ছেড়ে।


যুদ্ধে যাদের জন্ম হয়নি কিংবা আরো পরে

তারাই এখন আসল যোদ্ধা শাহবাগ চত্বরে।

আমরা যারা গোবেচারা দেখে গেলাম শুধু

খাচ্ছে তারা মালায় সর খাচ্ছে আবার দুধও।


ডিসেম্বর আসলে ঘুরে চেতনার বাড়ে জোর

কবে হবে ভেজাল মুক্ত, কবে হবে ভোর!

বিভাজনের ঘোলা জল কবে হবে শেষ

কবে আবার সোনার বাংলা হবে বাঙলাদেশ।

বিষয়: বিবিধ

৭৬২ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

354254
১৬ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:৫৮
হতভাগা লিখেছেন : যুদ্ধের সারাটা সময় ঘরে বসেই যদি যুদ্ধ বিষয়ক গবেষক হওয়া যায় , তাহলে যুদ্ধের সময় লেফট রাইট করেও চেতনার ছাতি ৫৬ ইন্চি করানো যায় ।
১৬ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:০৩
294098
বাকপ্রবাস লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor ইন্চটা একটু বাড়ানো যায়না?
১৬ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:২১
294101
হতভাগা লিখেছেন : বাড়ানো যায় , স্যাম্পল দিলাম




354276
১৬ ডিসেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:২৯
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : চেতনা বড় যুদ্ধ নয়!!
১৬ ডিসেম্বর ২০১৫ রাত ০৮:২৮
294125
বাকপ্রবাস লিখেছেন : হ, সৈয়দ ইব্রাহীম স্যার বীর প্রতিককে ১৪ ঘাটের পানি খাওয়ালো সেই চেতনধারীরা

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File