- চেতনাস্ফিতি
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ১৬ ডিসেম্বর, ২০১৫, ০১:০৮:৪২ দুপুর
যুদ্ধে যারা গিয়েছিল দিয়েছিল প্রাণ
ধূকে ধূকে মরছে আজ তাদেরই সন্তান।
যুদ্ধে যারা হাত গুটিয়ে ছিল ঘাপটি মেরে
তারাই আজ আসল যোদ্ধা গাইছে গলা ছেড়ে।
যুদ্ধে যাদের জন্ম হয়নি কিংবা আরো পরে
তারাই এখন আসল যোদ্ধা শাহবাগ চত্বরে।
আমরা যারা গোবেচারা দেখে গেলাম শুধু
খাচ্ছে তারা মালায় সর খাচ্ছে আবার দুধও।
ডিসেম্বর আসলে ঘুরে চেতনার বাড়ে জোর
কবে হবে ভেজাল মুক্ত, কবে হবে ভোর!
বিভাজনের ঘোলা জল কবে হবে শেষ
কবে আবার সোনার বাংলা হবে বাঙলাদেশ।
বিষয়: বিবিধ
৭৬২ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন