হিসাব মিলেনা, মিলেনা, মিলেনারে হিসাব মিলেনা!
লিখেছেন লিখেছেন নূর আল আমিন ১৬ ডিসেম্বর, ২০১৫, ১২:৪৫:৫৪ দুপুর
-তামিম, দাড়িয়ে বলো
বাংলাদেশে
স্বাধীনতাযুদ্ধে
শহীদের সংখ্যা কত??
.
-স্যার বই পুস্তকে ৩০
লক্ষ!
.
-বাংলাদেশে গ্ৰামের
সংখ্যা কত??
.
-পাঠ্য পুস্তকে
আটষট্টি (৬৮,০০০)
হাজার গ্ৰাম!
.
-,৩০,০০০০০ জনকে
৬৮,০০০ভাগ করলে কত
করে ভাগফল কত হয়?
.
-৩০,০০০০০%
৬৮,০০০=৪৪,
প্ৰতিভাগে ৪৪,হয়
স্যার!
.
-তোমাদের গ্ৰামে
শহীদ মুক্তিযুদ্ধার
সংখ্যা কত??
.
-স্যার আমাদের গ্ৰামে
তো দূরের কথা
আশপাশের গ্ৰামেও
শহীদ মুক্তিযুদ্ধার
সমাধী/ইতিহাস
নাই,তবে ১৯৮০ সালে
জন্ম নেওয়া অনেক
মুক্তিযুদ্ধা আছে!!
.
-আচ্ছা বাদ দাও!!,
শাওন তুমি বলো
বাংলাদেশে উপজেলার
সংখ্যা কত??
.
-প্ৰায় ৫০০ উপজেলা
আছে স্যার!!
.
-৩০,০০০০০, কে ৫০০
ভাগ করলে ভাগফল
কত হয়??
.
-৩০,০০০০০% ৫০০
=৬,০০০ হয় স্যার!!
.
-গুড ভ্যার গুড, সুন্দর
ও নিখুত হিসাব,
বাংলাদেশে প্ৰতি
উপজেলায় শহীদ
মুক্তযুদ্ধার সংখ্যা
৬.০০০!! তোমাদের
উপজেলায় কত জনের
সমাধী আছে??
.
-স্যার ১ জন
মুক্তিযুদ্ধার আর ৭
জন রাজাকার ও দুই
পাকি মিলিটারির!!
.
-গুড নিখিলেশ
তোমাদের উপজেলায়
কতজন??
.
-একজনেরও নাই,
স্যার.
.
-বাপ্পী, তোমাদের
উপজেলায় কতজনের?
.
-আমাদের উপজেলায়
পাকিরা আসতে
পারেনি, স্যার।।
.
-আঃ শহীদ, তোমাদের
উপজেলা কতজনের?
.
-স্যার, আমার মতো
অনেক শহীদই
জিবিত আছে, মৃত
কোনো শহীদ নাই!
.
-গুড এতক্ষণ কি
শিখলা তোমরা?
.
শিক্ষা-১। কাজীর গরু
কিতাবে আছে গোয়ালে
নাই!
শিক্ষা-২।অন্যের
তরকারীতে লবন
দিতে আন্দাঁজ লাগেনা!
বিষয়: বিবিধ
১২০১ বার পঠিত, ৮ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
Thanks
৩০ লাখের জায়গায় ৩০ হাজারই হল - তাতে কি আপনাদের উপর যুদ্ধের সময় যে স্বজাতি ও স্বদেশের মানুষদের উপর চুকলিবাজি করেছিলেন সেটার অভিযোগ খারিজ হয়ে যাবে ?
যুদ্ধের সময় কৃত অপরাধের জন্য মাফ তো চানই না উল্টো সংখ্যার সত্যতা নিয়ে কাব যাব শুরু করে দিয়েছেন ?
এতে একটা জিনিস প্রমানই হয়ে যায় যে আপনারা যুদ্ধের সময় মুসলমান ভাইদের হত্যা করেছিলেন।
Secondly people have right to the truth. Thanks
আমাদের শহীদরা একজন হলেও অনেক মূল্য আর সেজন্যইত অহেতুক মিথা্যাচার করে সংখ্যা বাড়িয়ে তাদের অপমান করব না।
সঠিক সংখ্যা বের করে প্রকৃত সন্মান জানানো মানে কি মুসলমান ভাইদের হত্যা করা?
এসব মায়া কোথায় ছিল ৭১ এ ?
আপনাদের কাছে শহীদ কে - ফ্লাইট লেফটেনেন্ট মতিউর রহমান , নাকি তার কো - পাইলট মিনহাজ ? দুজনের কাজ কিন্তু সম্পূর্ণ বিপরীত ছিল ।
মন্তব্য করতে লগইন করুন