২০১৫ বিজয় দিবসের কবিতা

লিখেছেন লিখেছেন কাব্যগাথা ১৬ ডিসেম্বর, ২০১৫, ১২:৪২:৩০ দুপুর

যদি চাও ঠিক সত্যিটা জানবার

একাত্তুরে চাওয়া কি ছিল আমার?

আমি বলব, স্বাধীনতাই ছিল দাবি |

বাহান্ন, উনসত্তুরে এঁকেছিলাম যে ছবি

বিপ্লব, বিক্ষোভ, অসহযোগের ক্যানভাসে,

তারই উজ্বল সূর্য ষোলই ডিসেম্বরের আকাশে |

সীমান্তের ওপার থেকে কেন কেউ আমার প্রভু হবে?

একাত্তুরেই দিয়েছি জবাব তার, চুয়াল্লিশ বছর আগে |

আজ চুয়াল্লিশ বছর পর , স্বাধীন দেশে এই ভোরে,

বিজয় দিবস এলো কি আবার পরাধীনতার শেকল পরে?

সীমান্ত রক্ষায় নেই আজ বিডিয়ার একাত্তুরে লড়া,

বিজিবি যেন অসহায় ঝুলন্ত ফেলানি,চেতনাহীন,মরা |

পদ্মায় পরেছে চর, মেঘনা, যমুনাও মৃত প্রায়,

তিস্তার বাধে লাখো মানুষের বুঝি জীবন যায় |

সীমান্তে সংঘাত নেই তবুও মৃত্যু বিএসএফের গুলিতেই,

মৈত্রীর ফেনা তুলে তবুও দিন যাবে মৈত্রী ট্রেন চালাতেই |

স্বৈরাচারী ক্ষমতা টেকাতে সীমান্তে প্রভু খোঁজে যে সরকার

প্রভুর থাবায় বিপন্ন দেশ রক্ষ্যা করবে সে কেমন করে আর?

স্বৈরাচারের স্বেচ্ছাচারে গণতন্ত্র, বাক-ব্যক্তি স্বাধীনতা কারাবদ্ধ

এই না পাবার বিক্ষোভেই কি হয়নি একাত্তুরের যুদ্ধ?

বিষয়: বিবিধ

১০৯৯ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

354256
১৬ ডিসেম্বর ২০১৫ দুপুর ০৩:১২
হতভাগা লিখেছেন : ভিলেনদের হাত থেকে নায়ক তার নায়িকাকে রক্ষা করেছে । এখন নায়ক তো নায়িকার কাছে কিছু চাইতেই পারে বা নায়িকার উপরেও তো নায়ককে তওফা দেওয়ার একটা দায় চলেই আসে।
১৯ ডিসেম্বর ২০১৫ সকাল ০৮:১৭
294425
কাব্যগাথা লিখেছেন : হতভাগা:আপনার কথা শুনেতে খারাপ লাগলেও এটাই তিক্ত সত্যি |
১৯ ডিসেম্বর ২০১৫ সকাল ০৮:২৩
294426
কাব্যগাথা লিখেছেন : হতভাগা:আপনার কথা শুনেতে খারাপ লাগলেও এটাই তিক্ত সত্যি |ধন্যবাদ মন্তব্যের জন্য|
354292
১৬ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:৩৭
শেখের পোলা লিখেছেন : বাঘের গলায় হাড় বিঁধে যাবার গল্পটা পড়েননি মনে হয়৷
১৯ ডিসেম্বর ২০১৫ সকাল ১০:২২
294432
কাব্যগাথা লিখেছেন : শেখের পোলা:পড়েছিলাম ছোটো বেলায়, এখনো ভুলিনি | কিন্তু নিজের চোখের সামনেই দেশটা দেখতে দেখতে শেষ হয়ে যাচ্ছে সে কষ্টটাতো যায় না আর|ধন্যবাদ মন্তব্যের জন্য |

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File