[ আমার প্রাণের দেশ]

লিখেছেন লিখেছেন শামীমা শারনীম শাম্মী ১৮ ডিসেম্বর, ২০১৫, ০১:৫৪:৪০ দুপুর

[আমার প্রাণের দেশ]

→শামীমা শারনীম শাম্মী

""""""""""""""""""""""""""""""""

,

বাংলাদেশ তুমি পুত্র হারা সকল

মায়ের সন্তান,

তোমার জন্য হাসিমুখে বিলিয়ে

দিছে হাজার প্রাণ।

.

বাংলাদেশ তুমি তাজা রক্তে

ফোটা কুড়ি,

ত্যাগের বিনিময়ে ছিনিয়ে আনা

রক্তে স্নাত নুড়ি

.

বাংলাদেশ তুমি শিশির ভেজা নরম

দুর্বা ঘাস,

লাখো শহিদের রক্তে গড়া বেদনার

ইতিহাস।

,

বাংলাদেশ তুমি মায়ের স্নেহ,

বোনের প্রীতি ,

লাল সুবুজের পতাকার মাঝে লক্ষ্য

প্রাণের স্মৃতি।

,

বাংলাদেশ তুমি বাঙালী জাতির

লক্ষ আশা,

তোমার প্রতি রইল আমার প্রাণের

ভালোবাসা।

,

বাংলাদেশ তুমি অতি উচ্চ, অমূল্য

তোমার দাম,

তামাম জগত উদ্ভাসিত শুনি তোমার

নাম।

,

ভারতীয়দের চক্রান্তে আজি

সাতরায়

এই দেশ,

আপন বলে চলবে সদা থাকবেনা ভিন

লেশ।

বিষয়: বিবিধ

১০৯৮ বার পঠিত, ৫ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

354498
১৮ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:০৬
অবাক মুসাফীর লিখেছেন : Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor Rolling on the Floor
354502
১৮ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:৩৫
হতভাগা লিখেছেন : শিবিরের ছেলে মেয়েরা এখন বাংলাদেশ বন্দনা শুরু করেছে । দেখতে ও ভাবতে ভালই লাগছে ।

এরা তো আমাদের দেশেরই সন্তান । কু-সংস্পর্শে এসে তাদের ব্রেইন ওয়াশ হয়ে গিয়েছিল ।

(নাকি হাসুবুর মুগুর থেকে বাঁচার ভয়ে ভোল পাল্টাচ্ছে)
354504
১৮ ডিসেম্বর ২০১৫ দুপুর ০২:৫৪
শামীমা শারনীম শাম্মী লিখেছেন : আমরা আমাদের দেশকে ভালোবাসি, তোমাদের মতো প্রতারণাময়ী মাতৃপ্রেম নয়,,
354529
১৮ ডিসেম্বর ২০১৫ রাত ০৯:০৯
আব্দুল গাফফার লিখেছেন : লাইক Good Luck Rose Rose অনেক ধন্যবাদ
354604
১৯ ডিসেম্বর ২০১৫ দুপুর ১২:৩৪
শামীমা শারনীম শাম্মী লিখেছেন : ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File