[ আমার প্রাণের দেশ]
লিখেছেন লিখেছেন শামীমা শারনীম শাম্মী ১৮ ডিসেম্বর, ২০১৫, ০১:৫৪:৪০ দুপুর
[আমার প্রাণের দেশ]
→শামীমা শারনীম শাম্মী
""""""""""""""""""""""""""""""""
,
বাংলাদেশ তুমি পুত্র হারা সকল
মায়ের সন্তান,
তোমার জন্য হাসিমুখে বিলিয়ে
দিছে হাজার প্রাণ।
.
বাংলাদেশ তুমি তাজা রক্তে
ফোটা কুড়ি,
ত্যাগের বিনিময়ে ছিনিয়ে আনা
রক্তে স্নাত নুড়ি
.
বাংলাদেশ তুমি শিশির ভেজা নরম
দুর্বা ঘাস,
লাখো শহিদের রক্তে গড়া বেদনার
ইতিহাস।
,
বাংলাদেশ তুমি মায়ের স্নেহ,
বোনের প্রীতি ,
লাল সুবুজের পতাকার মাঝে লক্ষ্য
প্রাণের স্মৃতি।
,
বাংলাদেশ তুমি বাঙালী জাতির
লক্ষ আশা,
তোমার প্রতি রইল আমার প্রাণের
ভালোবাসা।
,
বাংলাদেশ তুমি অতি উচ্চ, অমূল্য
তোমার দাম,
তামাম জগত উদ্ভাসিত শুনি তোমার
নাম।
,
ভারতীয়দের চক্রান্তে আজি
সাতরায়
এই দেশ,
আপন বলে চলবে সদা থাকবেনা ভিন
লেশ।
বিষয়: বিবিধ
১০৯৮ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
এরা তো আমাদের দেশেরই সন্তান । কু-সংস্পর্শে এসে তাদের ব্রেইন ওয়াশ হয়ে গিয়েছিল ।
(নাকি হাসুবুর মুগুর থেকে বাঁচার ভয়ে ভোল পাল্টাচ্ছে)
মন্তব্য করতে লগইন করুন