আমার কিছুই করা নেই, আমি খুবী দুঃখিত
লিখেছেন লিখেছেন Mujahid Billah ১৮ ডিসেম্বর, ২০১৫, ০২:৪৮:৫০ দুপুর
অনেকদিন ধরে প্রাণ খুলে কারো সাথে কথা বলা হয়নি । বন্ধু-বান্ধবরা রাগ করে, অভিমান করে, অনেকদিন কথা না বলাতে শেষে সবাই আমার থেকে সর্ম্পকের হাল ছেড়ে দিয়েছেন !! কিন্তু আমার কিছুই করা নেই, আমি খুবী দুঃখিত
আসলে আমি এখন জানি কেমন হয়ে গেছি, গত কয়েকদিন আগে যে সব জিনিষ, যে সব দুষ্টুমি, আর ইন্টারনেট ব্রাউজিং এ সবার সাথে উঠা-বসা করতে ভালবাসতাম, এখন কেন যেন এসব আর ভালো লাগেনা। তার একমাত্র কারণ হলো - আমি এখন সবার থেকে অনেক দূরে, আছি এক ইট পাথুরেচুনে গড়া শহরে।যেখানে আমার আমি, অচেনা অজানা মানুষজনের সাথে।
অনেকই মেসেজে, কল দিয়ে আমাকে স্বরণ করেছেন, কিন্তু আমার থেকে কোনো উত্তর পাননি, এর জন্য আমি আবার ও দুঃখাহত !!
আমিও কিন্তু তোমাদের কে অনেক অনেক মিস করছিলাম এবং এখনো করছি, আর প্রতিটি প্রহরেই খুউউউউউব মিস করব তোমাদেরেই, কারণ- তোমরা'ই তো আমার প্রিয়জন প্রিয়সখ প্রিয়তা।
আর আমি যেন তোমাদের প্রিয়জনের মধ্যো হতে একজন হই, সময় অসময় এবং সবসময় আমি তোমাদের পাশে থাকতেই চাই, প্লিজ তোমরা আমাকে ভুলে যেওনা !!
বিষয়: বিবিধ
১৩৮২ বার পঠিত, ২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
০ আপনি বিদেশে সেটেলড হয়েছেন - এটা এত ইনিয়ে বিনিয়ে বলার কি দরকার ভাই ?
এই ব্লগের অনেক ব্লগারই প্রবাসী ।
You should be proud to be a প্রবাসী
সবাই উপরে উপরে আপনার প্রতি উৎফুল্ল ভাব দেখালেও ভিতরে ভিতরে কিন্তু দারুন হিংসে করবে
মন্তব্য করতে লগইন করুন