আনসারুল উলামা | মু'তাসিম বিল্লাহ (বিল্লাহ আবু যারাহ)
লিখেছেন লিখেছেন Mujahid Billah ১৪ জুলাই, ২০১৯, ০৫:৩৫:২৪ বিকাল
প্রতি বছরের মতো এবারও সভাপতি বিল্লাহ আবু যারাহ কর্তৃক আনসারুল উলামা ও প্রবাসী ভাই-বোনদের দেওয়া বৎসর মেয়াদি স্পন্সরশীপের অনুদান হিফজখানা ও কিতাব বিভাগের ছাত্র ছাত্রীদের মধ্যে ৪০ জনকে প্রায় ৬,০০,০০০ (ছয় লক্ষ) টাকা নগদ বিতরণ করতে সক্ষম হয়েছে - আলহামদুলিল্লাহ
স্পন্সরশীপের অনুদান প্রাপ্তির তালিকায় রয়েছে
১| জামেয়া দিনারপুর বালিদ্বারা
২| জামেয়া হুসাইনিয়া গহরপুর
৩| দারুস সুন্নাহ গলমুকাপন
৪| হাজী রইছ আলী লার্ফাস ছাতক
৫| জামেয়া কালিগঞ্জ জকিগঞ্জ
৭| জামেয়া রুহুল উলুম নূরগাঁও
৮| জামেয়া ক্বাসিমুল উলুম বাহুবল
৯| করিমপুর দারুল কুরআন চুনারুঘাট
১০| হলি জান্নাত মহিলা মাদ্রাসা হবিগঞ্জ
১১| নুসরতপুর দারুস সুন্নাহ হবিগঞ্জ
১২| মামুনপুর মাদ্রাসা কিশোরগঞ্জ
১৩| মোহাম্মদীয়া শ্রীনাথপুর মৌলভী বাজার
১৪| চাঁদনীঘাট ইন্টাঃ হাফিঃ মৌলভী বাজার
১৫| ফদ্রখলা হাফিজিয়া মাদ্রাসা মিরপুর
১৬| জামেয়া ফুরকানিয়া গজনাইপুর
১৭| দারুস সুন্নাহ ইসলামপুর মাদ্রাসা - সহ আরো বিভিন্ন মাদ্রাসার ছাত্র ছাত্রীদের কাছে যথাযথ ভাবে স্পন্সরশীপের অনুদান পৌছিয়ে দিয়েছেন আনসারুল উলামার বাংলাদেশ প্রতিনিধির বিশেষ প্রতিনিধি উত্তর দেবপাড়া নিবাসী বিশিষ্ট মুরব্বি জনাব আব্দুল মুকিত আজাদ সাহেব ও হাঃ মাওঃ মুতাওয়াক্কিল বিল্লাহ। আরো ছিলেন সেক্রেটারী জেনারেল মাওলানা (মুহাদ্দিস) শাহ আঃ সালাম সালিক রাঊলীর প্রতিনিধি হিসেবে ছিলেন (এমন পূন্যের কাজে থাকতে পেরে নিজেকেও সৌভাগ্যবান মনে করছি)
আনসারুল উলামার টিউবওয়েল প্রজেক্টঃ
হতদরিদ্রের মধ্যে গোয়াইনঘাট বালাগঞ্জ ও নবীগঞ্জে এ পর্যন্ত দশ পনেরটির বেশি যাঁতাকল ও টিন প্রদান করা হয়েছে।
তার সাথে সাথে প্রতিবছর এলাকার অসহায় এতিম বিধবা মাদ্রাসার ছাত্র ছাত্রী ও অমুসলিমদের মধ্যে শীতের তীব্রতায় দুস্থ, নিঃস্ব, ছিন্নমূল, গরিব, দুঃখী, বস্ত্রাভাবী শিশু, বৃদ্ধ, নারী-পুরুষ নিদারুণ ও বৃষ্টি ঘন কুয়াশায় বিপর্যস্ত জনজীবনে শৈত্যপ্রবাহ থেকে বাঁচার জন্য অসহায় দরিদ্র মানুষের শীতবস্ত্রের প্রয়োজনেও পাশে দাঁড়িয়েছে বারংবার এই আনসারুল উলামা। আগামীতেও সবসময় পাশে থাকবে- ইনশাআল্লাহ
আনসারুল উলামা ও প্রবাসী ভাই-বোনেরা নিজেদের সাধ্যমত সাহায্যের হাত বাড়ানোর সাথে সাথে তারা সমাজের অর্থনৈতিক সামর্থবানদের দরিদ্র ও অসহায়ের পাশে দাঁড়ানোর আহবান জানান সবসময়ই।
আজ প্রত্যেকেই আপনারা পরের তরে, আপনাদের অভিবাদন জানাই যারা অসহায় মানুষের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন, নাম ও সংখ্যা না জানা সেইসব দানবীর মানুষদের জন্য শুভকামনা ও দোয়া থাকবে সবসময়।
এটাকেই বোধহয় আমাদের দেশের যুব শক্তি বলে। অজানা,অচেনা ঐ মানুষ গুলো, যারা আমাদেরকে ঋনী করে রাখছেন তাদের সামাজিক দায়বদ্বতার কাছে। একদিন এই যুবশক্তি ও আনসারুল উলামার মতো সংগঠনই পাল্টে দিবে আমাদের সমাজকে।
আনসারুল উলামা ও প্রতিষ্ঠাতা সভাপতি হাফিজ মাওলানা মু'তাসিম বিল্লাহ (আবু যারাহ) সাহেব সহ যারা যারা এই অসহায় দুস্থদের মাঝে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে এই মহৎ কাজে সহযোগিতা করেন বা করেছেন আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা তাঁদের এই দান ও সাদকাহ কে কবুল করুণ- আমিন
বিষয়: বিবিধ
১০৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন