ব্লগ ছাড়া বাকি সব কিছুতে আজ ফিরে আসার ষষ্ঠ মাস (!) প্রিয় ব্লগ ছাড়া একদম থাকতেই পারিনা - তাই প্রতিদিন আসা
লিখেছেন লিখেছেন Mujahid Billah ১৮ ডিসেম্বর, ২০১৯, ১২:০৮:২৪ রাত
কিছুকাল তন্দ্রাচ্ছন্ন ছিলাম আমি নিরাবেগ চেতনায়। কিছুকাল অস্পৃশ্য লোভের সুরায় ভাসিয়েছি দুকূল, ভিজিয়েছি গলা। কিছুকাল কুৎসিত, জাগতিক মনোষ্কামনায় হন্যে হয়ে ঘুরে ফিরেছি আমি কেবলই সারাবেলা। হারিয়ে যাইনি, আঁড়াল হয়ে গিয়েছিলাম অবেলা।
কেনো? কি জন্য? হটাৎ এই পরিবর্তন?
সব গল্প অগোচরে থাকুক না জমা
বিষয়: বিবিধ
১০০৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন