একজন আল্লাহপ্রেমী রিক্সা চালক
লিখেছেন লিখেছেন Mujahid Billah ২৮ মে, ২০১৯, ০৩:২২:০৪ রাত
ঘড়ি তখন ঠিক রাত ১ টা বেঁজে ১০ মিনিট!
সবাই যখন শহরের আলোকসজ্জায় শপিংমলে ঈদের শপিং করতে ব্যস্ত, ঠিক তখনি একদল বাবা'রা রাস্তায়, বৃষ্টির পানি আর গায়ের ঘাম জড়িয়ে পরিবারকে একটুখানি আনন্দ বিলিয়ে দিতে ব্যস্ত - তারমধ্যে উনিও একজন..
রিক্সা চলতে চলতে কথা বলছিলাম;
- বাবা রে সারাদিন রোজা রেখে রাতে রিক্সা টানতে অনেক কষ্ট হয় (!)
- উনার কথাটা শুনে চুপ করে থাকলাম, কারণ এই কথার উত্তর দেওয়ার মত আমার কাছে কোনও উত্তর ছিলনা!
( তবে এটা জানি উনারা খাদ্য জোগাড়ে উপায়হীন রিক্সার চাকার গতি বাড়িয়ে দিতে হয়। পিছনে উড়তে থাকে সুতো কাটা, লাল, নীল, সাদা, চাপলাশ কষ্ট-বেদনাগুলো।
যারা রিক্সা চালান কেউ-ই শখ করে রিক্সা চালায় না, তারমধ্যে অনেক বড় কারণ আছে বলেই আজ তারা রিক্সা চালক )
উনার দেশের বাড়ি দিনাজপুর, থাকেন সিলেট বালুচরে। পাঁচ ওয়াক্ত জামাতের সাথে নামাজ আদায় করেন। দেখলেই বুঝা যায় উনি একজন ইসলাম প্রিয় মানুষ। দোয়া চাইলেন - আমিও উনার থেকে দোয়া চাইলাম। উনি তাবলীগে তিন চিল্লা দিয়েছেন, ঈদের পরপরই এক সালে যাওয়ার ইচ্ছা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়াতাআ'লা উনার এই পবিত্র ইচ্ছাকে কবুল করুক!
বিষয়: আন্তর্জাতিক
১২১৬ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন