এম কে-১১ বাংলাদেশে এলো কিভাবে ?একই দিনে আওয়ামী লীগের হাতে রকেট লাঞ্চার, জাহাজের সিগনাল লাইট উদ্ধার । জেএমবি সম্পৃক্ততায় আওয়ামীলীগ !!
লিখেছেন লিখেছেন মাহফুজ মুহন ২৮ ডিসেম্বর, ২০১৫, ১২:৫৪:২৩ দুপুর
চট্টগ্রামের ‘জঙ্গি’ আস্তানা থেকে স্নাইপার রাইফেল উদ্ধারের ঘটনাকে উদ্বেগজনক বলে মনে করছেন নিরাপত্তা বিশ্লেষকরা। তারা বলছেন, অত্যাধুনিক এ অস্ত্র বাংলাদেশে কোথা থেকে কিভাবে এলো এটিও প্রশ্নের বিষয় ।
জেএমবি সম্পৃক্ততায় গ্রেপ্তারকৃত রাসেল মহেশখালীর আ’লীগ নেতার ছেলে ।জেএমবি সম্পৃক্ততায় গ্রেপ্তারকৃত মো: শওকত রাসেলের বাবা কুতুবজোম ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি নুরুল আমীন বলে জানা গেছে।কারা জঙ্গি তা এবার প্রমানিত। এর চাইতে আর বড় প্রমান কী হতে পারে ?
সীতাকুণ্ড প্রেসক্লাবে ছাত্রলীগ-যুবলীগের হামলা: ককটেল বিস্ফোরণ, রকেট লাঞ্চার নিক্ষেপ সাংবাদিকসহ আহত ৫
চট্টগ্রামের সীতাকুণ্ড পৌরসভা নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র প্রার্থী বদিউল আলম ও বিদ্রোহী প্রার্থী নায়েক (অব.) সফির বিরোধকে কেন্দ্র করে ‘ছাত্রলীগ যুবলীগের’ কর্মীরা সীতাকুণ্ড প্রেসক্লাবে ককটেল হামলা চালিয়ে ভাঙচুর করেছে।
প্রেসক্লাব লক্ষ্য করে পরপর ৫টি ককটেল ফাটায়। এ সময় একটি রকেট লাঞ্চার নিক্ষেপ করলেও তা বিস্ফোরণ হয়নি।
রোববার রাত সোয়া ৮টার দিকে এ হামলা ঘটনা ঘটেছে।
আহত সাংবাদিকরা হলেন, সীতাকুন্ড প্রেস ক্লাবের সাবেক সভাপতি দৈনিক যুগান্তর প্রতিনিধি সৈয়দ ফোরকান আবু, সভাপতি এম হেদায়েত, সদস্য সচিব আর টি ভি প্রতিনিধি সৌমিত্র চক্রবর্তী, দৈনিক আজাদী প্রতিনিধি বিপুল দেব রায়, দৈনিক সমকাল প্রতিনিধি আলহাজ্ব এম সেকান্দর হোসাইন, আমার দেশ প্রতিনিধি জহিরুল ইসলাম, নয়া দিগন্তের প্রতিনিধি নজরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লা আল কাইয়ুম চৌধুরী, ইত্তেফাক প্রতিনিধি দিদার হোসেন টুটুল, মানব জমিন প্রতিনিধি আবদুল্লা আল ফারুকসহ ২৫জন সাংবাদিক কম বেশী আহত হন বিদ্রোহী প্রার্থী নিজেই।
সীতাকুণ্ড প্রেসক্লাবে ছাত্রলীগ-যুবলীগের হামলা: ককটেল বিস্ফোরণ, রকেট লাঞ্চার নিক্ষেপ: http://www.amardeshonline.com/pages/details/2015/12/28/316916#.VoDSAG_u4Vt
দৈনিক যুগান্তর -
https://shar.es/1GTOpY
‘ছাত্রলীগ যুবলীগের’ কর্মীরা সীতাকুণ্ড প্রেসক্লাবে রকেট লাঞ্চার নিক্ষেপ করলো
এরপূর্বে আওয়ামী লীগের হাতে রকেট লাঞ্চারের চেয়ে ভয়াবহ মরনাস্ত্র উদ্ধার করা হয়েছিল। প্রমান আছে।
একে ৪৭ সহ মহিলালীগের নেত্রীর কথা কি মনে আছে ?
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশের (জেএমবি) সামরিক কমান্ডার ফারদিনের আস্তানা থেকে এবার মার্কিন নৌবাহিনীর ব্যবহৃত অত্যাধুনিক এমকে-১১ স্নাইপার রাইফেল উদ্ধার কিন্তু এরাই কি তাহলে জঙ্গি নাটকের বাহিরে থাকবে ?
উপজাতীয়রা ভয়ঙ্কর হয়ে গেলেও , তারা জঙ্গি উপাধি পায়না।
যুবলীগের সাংগঠনিক সম্পাদককে জঙ্গি বলা যাবে না।
যদিও একে-২২ রাইফেল সহ বিপুল আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ।
একে-২২ রাইফেল এবং আরও ২২টি বিভিন্ন আগ্নেয়াস্ত্রসহ যুবলীগের সাংগঠনিক সম্পাদক শাহেদ উল্লাহ ও তার দুই সহযোগী গ্রেফতার ।
চট্টগ্রামের সদ্বীপ উপজেলায় র্যাব ও কোস্টগার্ড যৌথ অভিযান চালিয়ে মারণাস্ত্র একে-২২ রাইফেল এবং আরও ২২টি বিভিন্ন আগ্নেয়াস্ত্রসহ যুবলীগের তিন নেতাকে গ্রেফতার করেছে ।
র্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি শাহেদা সুলতানা জানায়, উদ্ধার করা অস্ত্রের মধ্যে রয়েছে ১টি একে ২২ রাইফেল, ২টি বিদেশী পিস্তল, ২টি বিদেশী রিভলবার, ৪টি ওয়ান শুটার গান, ৯টি এসবিবিএল ( সিঙ্গেল ব্যারেল রাইফেল) ও ৫টি পাইপ গান।
র্যাব সূত্র জানায়, উদ্ধার করা একে-২২ রাইফেল গেরিলা যুদ্ধে ব্যবহৃত হয়। অস্ত্রটির ক্ষমতা শক্তিশালী হওয়ায় গেরিলা যোদ্ধাদের কাছে এটি জনপ্রিয়।
বিষয়: বিবিধ
২০৮২ বার পঠিত, ৩ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
নেত্রী যেমন তার চেলাগুলোও তেমন ।
মন্তব্য করতে লগইন করুন