=@=@=@.... "সিবিএফ কাতার" .... =@=@=@

লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:১৫:২৬ বিকাল



কাতারে প্রবাসী ব্লগারদের একটা প্লাটফর্ম। ২০১৩ সালে যাত্রা শুরু এবং চলমান। কাতারে আমরা যারা টুকটাক লিখছি, পড়ছি, ভাবছি, ফেইসবুক ইউস করছি আসুন ঈদ উপলক্ষ্যে মিলন মেলা হয়ে যাক। দেখা হবে, কথা হবে, আলাপ হবে এবং ঈদ আনন্দটাও উপভোগ করা যাবে। নতুন এবং পুরোনো সবাইকে স্বাগতম। আগ্রহী সবাইকে কমেন্ট বক্সে যোগাযোগ করার অনুরোধ রইল।

বিষয়: বিবিধ

১১১৮ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

342671
২০ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৪:২০
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
২০ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:২৬
284019
বাকপ্রবাস লিখেছেন : শুভেচ্ছা এবং ধন্যবাদ
342674
২০ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:০৪
নুরুজ্জামান লিখেছেন : ভালো উদ্যোগ
২০ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:২৬
284020
বাকপ্রবাস লিখেছেন : খুবই ধন্যবাদ জানবেন
342675
২০ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:১৯
কালের-কন্ঠ লিখেছেন : অপেক্ষা ছিল এমন একটি উদ্যোগের। শুধুমাত্র একটি আহব্বানের প্রয়োজন। ব্লগাররা সব সময়ই মোটিভেটেড থাকে। কাতারের ব্লগাররা আবার ্ও জেগে উঠবে, সেমিনার আর আড্ডার মাধ্যমে মাতিয়ে রাখবে সবাইকে, শানিত কলমে আবার ্ও সিবিএফ এর নাম উচ্চারিত হবে, মহামিলনের সিবিএফ এর মধ্যদিয়ে জম্ন নেমে কালজ্বয়ী লেখক, সে প্রত্যাশাটা উড়িযে দেবার মত নয়।
২০ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:২৭
284021
বাকপ্রবাস লিখেছেন : অতিকিছু হয়তো করা হবেনা, তবে পরবর্তীতেদের হাতে একটা সুষ্ঠ সুন্দর চিন্তা ঢুকানো গেলে সেটাই বা কম কি, সেখান থেকেই হয়তো উঠৈ আসবে অন্যতম কেউ
342680
২০ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৪১
২০ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৪৪
284025
বাকপ্রবাস লিখেছেন : বড় ভাই আসসালামুআলাইকুম, আপনার কন্টাক্ট নাম্বারটা দেবেন, ফেবুতে ইনবুক্স করলেও চলবে, আপনি যাতে অংশগ্রহণ করতে পারেন রাতে গেটটুগেদার হবে, দশটার পর, ফেবু :https://www.facebook.com/bakprobash
342687
২০ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:১১
শেখের পোলা লিখেছেন : চেষ্টা করব৷
২০ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:২১
284026
বাকপ্রবাস লিখেছেন : স্বাগতম Good Luck
342703
২০ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:২১
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : আমি যেতে চাই.......
২১ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৩:১৬
284087
বাকপ্রবাস লিখেছেন : আম্লিক করেন দেশে থাকেন সুখ পাইবেন, বালা মাইনসের কোথাও সুখ নাই
342744
২১ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৩:৫২
কাহাফ লিখেছেন :
কাতার প্রবাসী ব্লগার ভাইয়েরা জেগে উঠছেন বলে আলহামদুলিল্লাহ!
সাফল্য কামনা করি সদা!
এতো আগের ছবি আপনাদের নিস্ক্রিয়তা প্রমান করে!
২১ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৪:৩৭
284097
বাকপ্রবাস লিখেছেন : এখানে একটিভ ব্লগার খুব বেশী নেই, তাই কর্মপ্রক্রিয়া নিয়ে আলাপ হবে কি করে নতুনদের আগ্রহী করে গড়ে তোলা যায়

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File