মৃত মানুষটি হঠাৎ কথা বলে উঠল
লিখেছেন লিখেছেন খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:৪৪:৫৫ বিকাল
মৃত লোকটি হঠাত কথা বলে ফেলেছে
এরকম ঘটনা নাকি ফাজায়েলে আমালে আছে তাই সেই কিতাব গ্রহণযোগ্য না। লিখেছেন এক ভাই।
বললাম ভাই মৃত মানুষ কথা বললে আপনার সমস্যা কী? সে তো ৬০/৭০ বছর কথা বলেছিল। কথা বলার অভ্যাসতো আছেই। তো এখন মরার পরেও না হয় একটি কথা বলেছে, তাতে অবাক হবার কী দেখলেন?
তিনি বললেন, মৃত মানুষ কি কথা বলতে পারে?
(তখন বোয়ালভী সাহেব হুজুরের উক্তি মনে পড়ে গেল) বললাম, আল্লাহ যদি বলতে হুকুম দেন তাহলে মৃত মানুষও কথা বলতে পারে। আর আল্লাহর হুকুম না থাকলে জীবীত মানুষও কথা বলতে পারে না।
আমরা মৃত মানুষ কথা বললে আশ্চর্য হই, অথচ জীবীত মানুষের কথা বলাও সমান আশ্চর্যের বিষয় এটা ভুলে যাই।
বিষয়: বিবিধ
১৪৩২ বার পঠিত, ২২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
কবরে সিজদা করা যাবে। জীবিত মানুষ কবরে তার কাছে কেন চাওয়া যাবে না? আমার মাথায় আসে না। আমার বুজুর্গ রাই রাইট।
কোরাআনে আছে মৃতরা কথা শোনাতে পারেনা তো কি হয়েছে! আমার বুজুর্গ গণ ঠিকি পারে।
তোমার পীর আমার পীর চরমোনাই চরমোনাই।
মুরীদভাই খুব ভালো লাগলো। জ্ঞানের কথা।
বললাম আল্লাহর হুকুম থাকলে হয়। আমি তো বলিনি যে এটা বুজর্গের কেরামতি। আর কেরামতি থাকলেই কেও বুজর্গ হয়ে যায় তা আপনাকে কে বলেছে?
এক চামচ বেশি বুঝা গোমরাহীর লক্ষন।
আল্লাহর কুদরত না দেখে বুজর্গের কেরামতি দেখেন কেন? মানুষ কিছুই করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া আর আল্লাহ সব কিছুই করতে পারেন কারো সাহায্য ছাড়া। এই কথাতে বিশ্বাস রাখুন। কারো কেরামতি দেখে তাকে পুজা শুরু করে দেয়া ভণ্ডামী ছাড়া আর কিছুই না।
কোনো মৃত ব্যক্তি কথা বললেই তাতে কেরামতি দেখার অভ্যাসটা পাল্টান। শুধু আল্লাহর কুদরত দেখুন। কোনো মানুষ যে যাই করুক বা যাই দেখাক তার কোনো ক্ষমতা নাই।
সাহাবা (রা) কেউ কখনো মৃতর কথাবলা শুনেছেন? অথচ আমার বুজুর্গ শোনেন ও সাহায্য করেন। এখন বুঝুন আমার বুজুর্গর কাজের হাত কতদুর।
তাই কবরে আমার বুজুর্গর কাছে চাওয়া যায় সিজদাও চলে।
আপনার বুজুর্গ ভন্ড তাই আপনি জানেন না।
কোরআনের কোথায় এ কথাটি বলা হয়েছে? কোন সূরায়? কত নাম্বার আয়াতে? জানতে আগ্রহী। @জ্ঞানী।
বুজর্গের কোনো বাহাদুরী নাই। সবই আল্লাহর কুদরত।
মৃত মানুষ কথা বললে যারা শিরিক শিরিক করে তারা আল্লাহর কুদরত না দেখে বুজর্গ দেখতে অবস্ত।
তারাও মরার পরে কথা বলতে পারেন।
আপনার বুজুর্গ ভন্ড এতে আমার বুজুর্গ দের কোন সমস্যা নাই।
তবে সব সময় তা করেন না।
সুতরাং, আপনি আপনার দাবির সপক্ষে প্রমাণ দিন, নয়ত স্বীকার করুন যে এটি শুধুই আপনার ধারণা।
জাযাকাল্লাহ খাইর
কোরআনের কোথায় এ কথাটি বলা হয়েছে? কোন সূরায়? কত নাম্বার আয়াতে? জানতে আগ্রহী। @জ্ঞানী।
মন্তব্য করতে লগইন করুন