মৃত মানুষটি হঠাৎ কথা বলে উঠল

লিখেছেন লিখেছেন খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:৪৪:৫৫ বিকাল



মৃত লোকটি হঠাত কথা বলে ফেলেছে

এরকম ঘটনা নাকি ফাজায়েলে আমালে আছে তাই সেই কিতাব গ্রহণযোগ্য না। লিখেছেন এক ভাই।

বললাম ভাই মৃত মানুষ কথা বললে আপনার সমস্যা কী? সে তো ৬০/৭০ বছর কথা বলেছিল। কথা বলার অভ্যাসতো আছেই। তো এখন মরার পরেও না হয় একটি কথা বলেছে, তাতে অবাক হবার কী দেখলেন?

তিনি বললেন, মৃত মানুষ কি কথা বলতে পারে?

(তখন বোয়ালভী সাহেব হুজুরের উক্তি মনে পড়ে গেল) বললাম, আল্লাহ যদি বলতে হুকুম দেন তাহলে মৃত মানুষও কথা বলতে পারে। আর আল্লাহর হুকুম না থাকলে জীবীত মানুষও কথা বলতে পারে না।

আমরা মৃত মানুষ কথা বললে আশ্চর্য হই, অথচ জীবীত মানুষের কথা বলাও সমান আশ্চর্যের বিষয় এটা ভুলে যাই।

বিষয়: বিবিধ

১৪৩২ বার পঠিত, ২২ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

342676
২০ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:৩৪
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো ধন্যবাদ
২০ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৩২
284023
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : ধন্যবাদ।
342678
২০ সেপ্টেম্বর ২০১৫ বিকাল ০৫:৩৯
জ্ঞানের কথা লিখেছেন : এ জন্যই আমি বলি আমার বুজুর্গ গন কত বড় মাপের আল্লাহর অলী। কিন্তু সবাই তা বোঝে না। মৃত কথা বলতে পারে কবর থেকে সাহায্য করতে পারে। আমার বুজুর্গ অলীরা একথাই বলে।

কবরে সিজদা করা যাবে। জীবিত মানুষ কবরে তার কাছে কেন চাওয়া যাবে না? আমার মাথায় আসে না। আমার বুজুর্গ রাই রাইট।

কোরাআনে আছে মৃতরা কথা শোনাতে পারেনা তো কি হয়েছে! আমার বুজুর্গ গণ ঠিকি পারে।

তোমার পীর আমার পীর চরমোনাই চরমোনাই।

মুরীদভাই খুব ভালো লাগলো। জ্ঞানের কথা।
২০ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৩২
284022
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : এখানে বুজর্গ আর করব মাজার এবং কেরামতি পাইলেন কই?
বললাম আল্লাহর হুকুম থাকলে হয়। আমি তো বলিনি যে এটা বুজর্গের কেরামতি। আর কেরামতি থাকলেই কেও বুজর্গ হয়ে যায় তা আপনাকে কে বলেছে?
এক চামচ বেশি বুঝা গোমরাহীর লক্ষন।
আল্লাহর কুদরত না দেখে বুজর্গের কেরামতি দেখেন কেন? মানুষ কিছুই করতে পারে না আল্লাহর হুকুম ছাড়া আর আল্লাহ সব কিছুই করতে পারেন কারো সাহায্য ছাড়া। এই কথাতে বিশ্বাস রাখুন। কারো কেরামতি দেখে তাকে পুজা শুরু করে দেয়া ভণ্ডামী ছাড়া আর কিছুই না।
কোনো মৃত ব্যক্তি কথা বললেই তাতে কেরামতি দেখার অভ্যাসটা পাল্টান। শুধু আল্লাহর কুদরত দেখুন। কোনো মানুষ যে যাই করুক বা যাই দেখাক তার কোনো ক্ষমতা নাই।
২০ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:০৬
284037
জ্ঞানের কথা লিখেছেন : কেন আমার বুজুর্গ কে আপনি অপমান করিছেন? আমার বুজুর্গ মরে যাবার পরেও শিয় প্রতিপত্তিতে মানুষকে সাহয্য করে থাকেন। আপনার বুজুর্গ ভন্ডামি করলে আমার বুজুর্গরর দোষ হবে কেন?
সাহাবা (রা) কেউ কখনো মৃতর কথাবলা শুনেছেন? অথচ আমার বুজুর্গ শোনেন ও সাহায্য করেন। এখন বুঝুন আমার বুজুর্গর কাজের হাত কতদুর।
তাই কবরে আমার বুজুর্গর কাছে চাওয়া যায় সিজদাও চলে।
আপনার বুজুর্গ ভন্ড তাই আপনি জানেন না।
২০ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:০৯
284038
আবু জান্নাত লিখেছেন :
কোরাআনে আছে মৃতরা কথা শোনাতে পারেনা তো কি হয়েছে! আমার বুজুর্গ গণ ঠিকি পারে।


কোরআনের কোথায় এ কথাটি বলা হয়েছে? কোন সূরায়? কত নাম্বার আয়াতে? জানতে আগ্রহী। @জ্ঞানী।

২০ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৪০
284042
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : জী সাহাবারা রদঃ মৃত ব্যাক্তির কথা শুনেছেন। আপনার কোনো সমস্যা?
বুজর্গের কোনো বাহাদুরী নাই। সবই আল্লাহর কুদরত।
মৃত মানুষ কথা বললে যারা শিরিক শিরিক করে তারা আল্লাহর কুদরত না দেখে বুজর্গ দেখতে অবস্ত।
২০ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৪৩
284043
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : একশত বছরের মৃতকে আল্লাহ জীবীত করে কথা বলিয়েছেন। কোরান মজিদেই তা আছে। এখানে মৃত ব্যক্তির বাহাদুরি না দেখে আল্লাহর কুদরত দেখতে হবে। জ্ঞানের কথা@
২০ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:২৩
284063
জ্ঞানের কথা লিখেছেন : আমার বুজুর্গ গনও মোজেজার হকদার।
তারাও মরার পরে কথা বলতে পারেন।
আপনার বুজুর্গ ভন্ড এতে আমার বুজুর্গ দের কোন সমস্যা নাই।
342686
২০ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:১০
শেখের পোলা লিখেছেন : আল্লাহ ইচ্ছা করলে মাঝ রাতেও সূর্য উঠতে পারে তবে তিনি তা করবেন না৷ তেমনই প্রৃত মৃত ব্যক্তিকে কখনই আল্লাহ কথা বলাবেননা৷
২০ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৭:৩৬
284027
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : কখনোই বলাবেন না তা ঠিক নয়। এক শত বছর মৃত অবস্থায় থাকার পরেও আল্লাহ কথা বলিয়েছেন।
তবে সব সময় তা করেন না।
২৪ সেপ্টেম্বর ২০১৫ সন্ধ্যা ০৬:৪১
284472
নামের কী দরকার লিখেছেন : @ শেখের পোলা, ভাই, আপনি কিভাবে নিশ্চিত হলেন যে "তেমনই প্রৃত মৃত ব্যক্তিকে কখনই আল্লাহ কথা বলাবেননা৷"? কোনো আয়াত/হাদিস থেকে এ কথা জানা যায় কী?
২৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৯:৫২
284484
শেখের পোলা লিখেছেন : পক্ষে কোন আয়াত থাকলে পেশ করে প্রমান করুন৷
২৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:০৬
284502
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : এটা এতই প্রকাশ্য কথা যে দলীল লাগে না। তবুও বলছি আসহাবে কাহাফ? আচ্ছা তারা তো শত বছর ঘুমের মধ্যে ছিল। সেটা বাদ। এক আল্লাহর বান্দাকে আল্লাহ একশত বছর পরে মরা থেকে আবার জীবীত করেছেন। তার পাশে ঘোড়া আর পানি ছিল্ল। মনে আছে?
২৪ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:২১
284505
নামের কী দরকার লিখেছেন : @ শেখের পোলা, অদ্ভুত কথা! আমি তো এখানে কোনো দাবি করিনি যে আমাকে প্রমাণ দিতে হবে। দাবি করেছেন আপনি। আর আমি আপনার দাবির পক্ষে প্রমাণ চেয়েছি।

সুতরাং, আপনি আপনার দাবির সপক্ষে প্রমাণ দিন, নয়ত স্বীকার করুন যে এটি শুধুই আপনার ধারণা।
342694
২০ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:০৭
আবু জান্নাত লিখেছেন : আল্লাহর কুদরত অসীম। তার অসাদ্য কিছু নেই। পবিত্র কুরআনে ان الله على كل شيئ قدير বলা হয়েছে। আরাে বলা হয়েছেঃ الا ان القوة لله جميعا

জাযাকাল্লাহ খাইর

২০ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৩৮
284041
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : এরকম ঘটনাকে আমরা শুধু আল্লাহর কুদরতই মনে করি। যারা আল্লাহর কুদরতে বিশ্বাসী নয় তারা বলে না না এটা কুফরি। মরা কীভাবে কথা বলবে? আমাদের কথা হল এতে মৃতের কোনো বাহাদুরী নাই। আল্লাহর কুদরত।
২০ সেপ্টেম্বর ২০১৫ রাত ১০:৫৬
284059
আবু জান্নাত লিখেছেন : বনি ইসরাইলে মুসা (আঃ) এর যমানায় এক মৃত ব্যক্তির কথা বলাকে কেন্দ্র করে সূরা বাকারার নাম করণ। এই কথা কি কেউ অস্বিকার করবে?
২০ সেপ্টেম্বর ২০১৫ রাত ১১:২৪
284064
জ্ঞানের কথা লিখেছেন : আমার বুজুর্গ মোজেজার হকদার।
২১ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:৫৭
284072
আবু জান্নাত লিখেছেন :
কোরাআনে আছে মৃতরা কথা শোনাতে পারেনা তো কি হয়েছে! আমার বুজুর্গ গণ ঠিকি পারে।



কোরআনের কোথায় এ কথাটি বলা হয়েছে? কোন সূরায়? কত নাম্বার আয়াতে? জানতে আগ্রহী। @জ্ঞানী।
342696
২০ সেপ্টেম্বর ২০১৫ রাত ০৮:৪৮
বাকপ্রবাস লিখেছেন : আশ্চর্য এর এতো প্রাচুর্য যে আমরা আশ্চর্য হইনা
২১ সেপ্টেম্বর ২০১৫ রাত ১২:০৫
284068
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : হ্যাঁ তাই। মরে যাওয়া আশ্চর্য মনে করছি অথচ বেঁচে থাকাটাই আশ্চর্যের।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File