সারপ্রাইজ জিনিসটা কী?

লিখেছেন লিখেছেন খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ ৩০ মার্চ, ২০১৬, ১০:৩৯:১৫ রাত

সারপ্রাইজ জিনিসটা কী? জানি না। মনে হয় লুকোচুরির আরেক নাম সারপ্রাইজ।

বিভিন্নজনের লেখা পড়ে জানতে পারলাম কাওকে না জানিয়ে অনেক দূর থেকে তার সামনে চলে আসাও নাকি সারপ্রাইজ।

না বলে হঠাত করে অনেক দূর তেকে ঘরের মানুষের সামনে চলে আসা সারপ্রাইজ কখন থেকে হলো কীভাবে হলো জানি না। এতে অনেক অনাখাংকিত ঘটনার জন্ম হয়। একটি হাদিসের সারমর্ম এরকম, ঘরে আসার আগে ঘরের লোকজনকে খবর দেবে। প্রথমে গ্রামের মসজিদে দুই রাকাত নামাজ পড়ে নেবে। এই হাদিসের ব্যাখ্যায় ওলামায়ে কেরাম বলেন, আগে খবর দেয়ার মধ্যে অনেক ফায়দা আছে। এর মধ্যে কয়েকটি এরকম। * স্ত্রী সাজগোজ করার সুযোগ পাবে। * অনাখাংকিত ঘটনার মুখোমুখি হওয়া থেকে বাঁচা যাবে। * ভুল বুঝাবুঝি থেকে রক্ষা পাওয়া যাবে।

আপনি নিজের অবস্থা চিন্তা করুন, কার সামনে থাকলে আপনি কেমন থাকেন আর কেমন আচরণ করেন। একা থাকলে কেমন থাকেন আর কী করেন? আপনি যখন সামনে নাই সেই অবস্থায়ও আপনার স্ত্রী সেইভাবে চলবে সাজগোজ করবে তা একেবারেই অসম্ভব, আর আপনি দেখতে চাচ্ছেন আপনার অনুপস্থিতিতে সে কী রকম থাকে। এত পরীক্ষা-নিরীক্ষা করতে গেলে সংসার ভাঙ্গনের দিকেই যাবে।

কেও কেও মনে করেন করিনা বা আকারে ইঙ্গিতে জানিয়ে রাখলে না দূর থেকে বাড়িতে চলে আসা যায়েজ।

কিন্তু আজকাল যেভাবে সারপ্রাইজ নামের লুকোচুরির গল্প চোখে পড়ছে তাতে তো মনে হয় না যে তারা কোনও করিনা বা ইঙ্গিত রেখে তা করছেন। ফেবুতে অনেকেই দেখেছেন হয়ত কাওকে কিছু না জানিয়ে বিদেশ থেকে এসে মাকে সারপ্রাইজ। স্ত্রীকে সারপ্রাইজ। এইসব সারপ্রাইজ নামের লুকোচুরি খেলার কারণে ঘর ভাঙ্গার মত মারাত্মক সমস্যা সৃষ্টি হতে পারে।

বিস্তারিত পরে লেখার ইচ্ছায় আজ এখানেই দোয়ার দরখাস্ত

বিষয়: বিবিধ

১৩৩৮ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

364205
৩০ মার্চ ২০১৬ রাত ১১:১৮
আবু জান্নাত লিখেছেন : আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ
সুন্দর একটি বিষয় সামনে এসেছেন। অনেক অনেক ধন্যবাদ জাযাকাল্লাহ খাইর
০২ এপ্রিল ২০১৬ রাত ০১:৫১
302209
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck
364218
৩১ মার্চ ২০১৬ রাত ০১:৩৬
শেখের পোলা লিখেছেন : পরের লেখার অপেক্ষায় থাকলাম৷ ধন্যবাদ
০২ এপ্রিল ২০১৬ রাত ০১:৫১
302210
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : Good Luck Good Luck Good Luck Good Luck Good Luck
364227
৩১ মার্চ ২০১৬ সকাল ০৮:৫২
হতভাগা লিখেছেন : সারপ্রাইজ দিতে চাইলে অনেক সময় সারপ্রাইজ খেতে হয় । আপনি কাউকে না জানিয়ে তার বাসায় গেলেন পরিবার সমেত সারপ্রাইজ দিবেন বলে । গিয়ে দেখলেন যে সে গতকাল দেশের বাড়িতে গেছে ৩/৪ দিনের জন্য ।

অথবা আপনি আপনার কোন বান্ধবীর সাথে কথা বলতে বলতে একসময়ে সেক্স করতে চাইলেন । দেখবেন সে সারপ্রাইজ (খুশি) হয়ে যাবে ।
০২ এপ্রিল ২০১৬ রাত ০১:৫২
302211
খন্দকার মুহাম্মদ হাবিবুল্লাহ লিখেছেন : Happy Winking ;Winking Love Struck Surprised Worried Crying Straight Face Rolling on the Floor

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File