ও শরতের মেঘ
লিখেছেন লিখেছেন সুহৃদ আকবর ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:৫৭:৪২ দুপুর
শরতের আকাশের দিকে তাকিয়ে মেঘকে বললাম
আমি যাব তোমার সাথে
এখানে আমি আর থাকতে চাই না
মানুষ নামের অমানুষদের আস্ফালন শুনতে শুনতে
আমার কান এখন ত্যক্ত বিরক্ত।
পাশবিকতা দেখতে দেখতে অনুভূতিগুলো ভোঁতা
এখন আর কোনো কষ্টকেই কষ্ট মনে হয় না
কোনো সুখকেই সুখ মনে হয় না
কাউকে আর আপন ভাবতে পারি না
‘সরলতা’, ‘ভালোবাসা’, ‘বিশ্বাস’, ‘সততা’, এ নিরীহ শব্দগুলো
‘স্বার্থপর’ নামক দানবের লাথি উষ্ঠা খেতে খেতে বড়ই কান্ত।
মেঘ আমার দিকে চেয়ে হেসে হেসে বলল
তুমি বুঝি আমার প্রেমের নাগর!
পুড়তে রাজি থাকলে এসো আমার সাথে
আমি যাব চাঁদের দেশে
আমারতো নির্দিষ্ট কোনো গন্তব্য নেই
তুমি আমার ভালোবাসা, তুমিই অপ্সরী
লালপরী, নীলপরী, সাদাপরী
ও শরতের মেঘ,
তুমি যেখানে যাও
চোখ বন্ধ করে আমি তোমার সাথে চলে যাব
আমি যে তোমাকে ভালোবাসি।
বিষয়: বিবিধ
১১৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন