না প্যারিস না সিরিয়া
লিখেছেন লিখেছেন সুহৃদ আকবর ১৫ নভেম্বর, ২০১৫, ০৩:২৫:৩৪ দুপুর
অনেকে ইতিমধ্যে প্রোপাইল ফিকচার পরিবর্তন করে ফেলেছেন। আর যারা করতে পারেন নাই তারা আপসোস করতাছেন আহ্ বোধহয় দেরি করে ফেললাম। তারা কি জানেন প্যারিসে হামলার ১ ঘন্টার মধ্যে সিরিয়ায় ৬০০০ শরনার্থীর অশ্রয় শিবির জ্বালিয়ে দেয়া হয়েছে। তারা কি ভেবে দিয়েছেন নাকি আবেগের বশবর্তী হইয়া খিস্তি খেউর তুলতাছেন।প্যারিসে হামলা হলে শোক করবেন আর সিরিয়ায় মানুষ মারলে চুপ মাইরা থাকবেন তা তো হয় না। সিরিয়ার মুসলমানরা কি মানুষ না। নাকি তারা মুসলমান মানুষ না।
বিষয়: বিবিধ
১৩৮৭ বার পঠিত, ৫ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন