বেবী ডল এবং সানি আন্টি
লিখেছেন লিখেছেন স্মরণ কালের শ্রেষ্ঠ বেয়াদব ২০ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:৩৫:৫২ দুপুর
ভারতীয় চ্যানেল/মুভির আগ্রাসন যে আমাদের কিভাবে প্রভাবিত করেছে সেটা চিন্তারও বাইরে!
ভারত এমন একটা দেশ যারা একটা পর্ণ-স্টারকেও দেশের স্টার বানাতে দ্বিধা বোধ করে নাহ!!
সানি লিওনির পর্ণ দেখলে দোষ!! কিন্তু তার বেবীডল গানটা চিৎকার করে গাইলে আধুনিকতা!! হায়রে বিবেক!! হায়রে হায়!! আজ আমরা এমন পর্যায়ে পৌঁছে গেছি/ভারতীয় সংস্কৃতির নোংরা আগ্রাসন আমাদের এমন পর্যায়ে নিয়ে গেছে যে- হিন্দি চ্যানেলে মগ্ন পরিবারের ছোট ববাচ্ছারাও আজ সানি লিওনির বেবীডিল গান গায়!!
আজ আমরা এমন পর্যায়ে পোঁছেছি যে আমরা "ফেইসবুকে ফীলিং বেবীডল" দিয়ে পোস্ট আপলোড করতেও দ্বিধাবোধ করি নাহ!!
আজকাল প্রায় বিয়েতেই গান বাজনা ছাড়া চলে নাহ!!
আশ্চর্যের একটা বিষয় হলো বিয়েতে যেসব গান ধুম-ধাম করে বাজানো হয় তার মধ্যে সানি লিওনির কিছু গান হট ফেভরিট হিসেবে বাজানো হয়!! অনেকেই জানে না সেটা সানি লিওনির অভিনিত গান!!
হে জাতি- বিবেক কে আর কতো বিসর্জন দিবে!!
হে জাতি- নব্য মস্তিস্ক গুলাকে আর কতো ধ্বংস করবে!!
বিষয়: বিবিধ
১২২৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন