স্টার জলসা এবং আমার ডেস্কটপ
লিখেছেন লিখেছেন স্মরণ কালের শ্রেষ্ঠ বেয়াদব ২৯ সেপ্টেম্বর, ২০১৫, ১০:৫৬:২৭ সকাল
অনেক দিন ধরে ভাবতেছি একটা ল্যাপটপ কিনবো!! ডেস্কটপ কেরি করা যায় না আর বাড়িতে আসলে পিসি ছাড়া সময় ভালো কাটে নাহ!! কিন্তু অর্থ সঙ্কটে এখনো আমার ল্যাপটপ কেনা হলো নাহ!!
অনার্স ফাইনাল ইয়ারের এক্সাম শেষ করে বাড়ি আসার সময় শুনলাম আমাদের টিভিটা নষ্ট হয়ে গেলো!! এটাকে সুযোগ হিসেবে নিলাম ল্যাপটপ কেনার জন্যে!!
নিজের খরচের টাকা বাঁচিয়ে একটা টিভি কার্ড কিনে সাথে আমার ডেস্কটপের মনিটরটা বাড়িতে নিয়ে আসলাম!!
এখন আমার মনিটরে শুধু "স্টার জলসা" চলে!!!
টিভি দেখা তো দূরের কথা, রিমোটে হাত দেয়াও যেনো নিষিদ্ধ!!
শালার এখন আম্র ল্যাপটপ কেনাও হলো নাহ!! ডেস্কটপও হারাইলাম!! তার উপর শুধু "কিরণ-মালা, পাখি, বাল-চাল" চলে সারাক্ষণ ঘরে!!
বিষয়: বিবিধ
১১১৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন