A True speech

লিখেছেন লিখেছেন সময়ের সাথী ২৯ সেপ্টেম্বর, ২০১৫, ১০:১৯:০৫ সকাল

"আপনাকে আমি শিবির করতে বলছি না,

বলছি ইসলামী আন্দোলন করতে"।

"আপনাকে আমি শিবির করতে বলছি না,

বলছি পাঁচ ওয়াক্ত নামাজ জামায়াতে

আদায় করতে"। "আপনাকে আমি শিবির

করতে বলছি না, বলছি সংগঠন বদ্ধ জীবন

যাপন করতে"। "আপনাকে আমি শিবির

করতে বলছি না, বলছি নিয়মিত কোরান

হাদীস পড়তে, ইসলামী জ্ঞান অর্জন

করতে"। অশ্লীলতা বেহায়াপনা থেকে

দূরে থাকতে।

"আপনাকে আমি একবারের জন্যও বলছিনা

শিবির করতে,

শুধু বলছি নিজেকে একজন সাচ্চা

মুসলমান আর সত্যিকার মানুষ রূপে গড়ে

উঠতে"।

যদি আপনি পারেন........

তখন মানুষ আপনার দিকে তাকিয়ে বলবে-

"ঐ দেখো একজন শিবির হেঁটে যাচ্ছে।!!!

বিষয়: বিবিধ

১১৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File