নারী স্বর্গ!! নারী শ্রেষ্ঠ!! নারী মহান!!
লিখেছেন লিখেছেন স্মরণ কালের শ্রেষ্ঠ বেয়াদব ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০১:৫৩:০৬ রাত
আসমানী বিধানে (আল্লাহর আইনে) নারীকে দেয়া হয়েছে সর্বোচ্চ মর্যাদা; আসীন করা হয়েছে শ্রেষ্ঠাসনে!
তাইতো প্রিয় কবি কাজী নজরুল ইসলামের সাথে সূর মিলিয়ে বলি--
"নরক কুন্ড বলিয়া তোমা’
করে নারী হেয় জ্ঞান?
তারে বল, আদি-পাপ নারী নহে,
সে যে নর শয়তান।"
কিন্তু অসামাজিকতা আর আধুনিকতার নির্মম ছোঁয়ায় নারী আজ হয়ে গিয়েছে অবহেলিত!! শয়তান-পাপীষ্ঠরা নারীকে আজ পণ্যে রুপান্তরিত করেছে; যার প্রয়াসে নারী আজ ফিরে গিয়েছে সেই জাহেলিয়াতের লজ্জাজনক নির্মমতায়!!
সমাজ তুমি বড়ই নিষ্ঠুর!!
আধুনিকতা তুমি বড়ই নির্দয়!!
তবুও নারী! হয়ে থাকবে তুমি- "মা!!" তুমি "স্বর্গ!!" তুমি "শ্রেষ্ঠ!!" তুমি "মহান!!"
তুমি হয়ে থাকবে অম্লান!!!
বিষয়: বিবিধ
১৩২০ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন