যুদ্ধ

লিখেছেন লিখেছেন বদরুজ্জামান ২২ সেপ্টেম্বর, ২০১৫, ০১:১৫:৫৯ রাত

যুদ্ধের শেষ নেই

চারিদিকে শুধু যুদ্ধ ,

যুদ্ধে কি আসলেই

মানুষ হয় শুদ্ধ?

'

যুদ্ধ মানেই ধ্বংস

রক্ত হানাহানি

প্রজন্ম বেড়ে উঠে

টেনে যুদ্ধের ঘানি।

'

যুদ্ধে যদি না হয়

মানবতার মুক্তি ,

তবে কেন এত যুদ্ধ

আছে কোন যুক্তি।

'

তাই বলি আর নয়

ধ্বংস রক্ত যুদ্ধ,

ভালবেসে মানুষেরে

হোক সব শুদ্ধ।

'

যুদ্ধের শেষ নেই ,

নেই মানুষের মুক্তি

তাই আর নয় যুদ্ধ

এসো করি চুক্তি।

21.09.2015

বিষয়: বিবিধ

৮৮৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File