ছবি নিয়ে সমস্যা (সাময়িক পোস্ট)
লিখেছেন লিখেছেন মোঃ ওহিদুল ইসলাম ২৯ সেপ্টেম্বর, ২০১৫, ১১:০২:১৫ সকাল
ব্লগে অনেকদিন ধরে একটি সমস্যা ফেস করছি। বিভিন্ন পোস্টে ছবি পোস্ট করছি কিন্তু পরবর্তীতে সে ছবি নষ্ট হয়ে যাচ্ছে। এমনকি আমার প্রোপিকটাও নষ্ট হয়ে গিয়েছে।
এটা কি ছবির লো রিজুলেশন এর জন্য হচ্ছে না কি ব্লগের কোন টেকনিক্যাল সমস্যা?
মডারেটর ও ব্লগারদের দৃষ্টি আকর্ষণ করছি।
বিষয়: বিবিধ
১২৪৬ বার পঠিত, ৪ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
ঈদের আগে আমার প্রথম এবং একমাত্র ফেবু আইডি কে বা কারা হ্যাক করে সবকিছু পরিবর্তন করে ফেলায় আর উদ্ধার করা সম্ভব হলো না।
তাই নতুন একটি আইডি খুললাম আগের সেই ই-মেইল আইডি দিয়ে। অর্থাত, আমার আগের আইডি চিরতবে হারিয়ে ফেললাম।
দেশে-বিদেশে প্রায় ৪ হাজার বন্ধুর সংযোগ হারিয়ে ফেললাম কোনো এক অজানা হায়েনার ছোবলে। নতুন করে সেই সব প্রিয় বন্ধূদের কতজনকে অার ফিরে পাবো আল্লাহ মালুম!!
নতুন আইডিতে পুরাতন বন্ধুদের সন্ধান পেতে প্রিয় ব্লগের স্মরণাপন্ন হলাম।
নতুন আইডির লিংক
https://www.facebook.com/profile.php?id=100010208568220
ওহিদ ভাই, আমি পোস্ট দিতে পারছি না, বুঝতেও পারছি না কেন দেয়া যাচ্ছে না।
তাই যদি কিছু মনে না করেন, তাহলে উপরোক্ত কথাগুলোর মাধ্যমে একটি পোস্ট দিলে উপকৃত হবো।
বি. দ্র. কপি করে মন্তব্য ডিলিট করে দিলে ভালো হয়।
-নাঈম
মন্তব্য করতে লগইন করুন