----আয়না----
লিখেছেন লিখেছেন বাকপ্রবাস ০৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৪:১১:১৮ বিকাল
আমি যদি হাত নাড়াই তোমারও দেখি নড়ে
যেটাই করি সেটাই কর উঠছো নড়েচড়ে।
চোখ টিপিলাম মুখ ভেঙ্গালাম তুমিও করলে তায়
বল দেখি তোমার জ্বালায় আমি কোথা যায়।
খাচ্ছি আমি তুমিও খাচ্ছ যাচ্ছি চলে যখন
তুলছি হামি যাচ্ছি থামি তাও করছ তখন।
ছিড়ছি চুল গন্ডগোল লাগছে আমার মনে
ভাবছি এবার বলব কথা একান্ত নির্জনে।
বললে কথা তুমিও বলছো শুনছিনা আর কেউ
রেগেমেগে উঠলাম এবার ভয় দেখালাম ভেউ!
শব্দ তোমার আসছেনা আর স্বাধ্য কি আর আছে!
সেই খুশীতে টুম্পামনি তিড়িং বিড়িং নাচে।
বিষয়: বিবিধ
৯৪৮ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন