তৃণমূলের নেতাকর্মীদের দলত্যাগ ঠেকাতে ও মনোবল চাঙ্গা করতে ত্রিমুখী পরিকল্পনা
লিখেছেন লিখেছেন ফারাবি রহমান ০৩ সেপ্টেম্বর, ২০১৫, ০৩:৪২:৫৮ দুপুর
তৃণমূলের নেতাকর্মীদের দলত্যাগ ঠেকাতে ও তাদের মনোবল চাঙ্গা করতে ত্রিমুখী পরিকল্পনা নিয়ে এগোচ্ছে বিএনপি। দল পুনর্গঠন, হামলা-মামলার শিকার নেতাকর্মীদের আইনি ও আর্থিক সহায়তা জোরদার এবং 'শিগগির মধ্যবর্তী নির্বাচন হবে' এমন আশাবাদ সৃষ্টির মাধ্যমে নেতাকর্মীদের উজ্জীবিত করতে চান দলীয় নীতিনির্ধারকরা। দলের জ্যেষ্ঠ নেতারা এরই মধ্যে নিজ নিজ জেলায় গিয়ে মাঠপর্যায়ের নেতাদের সঙ্গে ঘরোয়া বৈঠক ও জনসংযোগের মাধ্যমে এ পরিকল্পনা বাস্তবায়নের প্রয়াস শুরু করেছেন। সরকারবিরোধী আন্দোলনে টানা ব্যর্থতার হতাশা আর মামলা-হয়রানি থেকে বাঁচতে তৃণমূল নেতাকর্মীদের ব্যাপক হারে ক্ষমতাসীন দলে যোগদানের ঘটনার পরই ঐ ত্রিমুখী কৌশল নিয়েছে বিএনপি। নেতারা বলছেন, দলের সুদিন ফেরার সম্ভাবনা নিয়ে সংশয় এবং মামলা-হামলার শিকার হয়ে স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হওয়ায় নিজের ও পরিবারের সদস্যদের নিরাপত্তার কথা ভেবেই কেউ কেউ দলত্যাগ করছেন। তাই সবার আগে তাদের উজ্জীবিত করে তোলাটাই এ মুহূর্তের করণীয় নির্ধারণ করা হয়েছে। এর আগে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়াও কেন্দ্রীয় নেতাদের এলাকায় গিয়ে হতাশ নেতাকর্মীদের মধ্যে নতুন আশার সঞ্চার করতে নির্দেশ দিয়েছেন। দলের জেলা ইউনিট ও অঙ্গ দল থেকে শুরু করে কেন্দ্রীয় নির্বাহী কমিটি পর্যন্ত সব নেতার 'আমলনামাই' নথিবদ্ধ করে রেখেছেন তিনি। এর আলোকে দল পুনর্গঠনের ক্ষেত্রে কাকে সামনে আনবেন আর কাকে তুলনামূলক কম গুরুত্ব দেবেন তা নির্ধারণ করা হবে। বিএনপি চেয়ারপারসনও তারেক রহমানকে আগামী দিনে দলের শীর্ষ পদে নিয়ে আসতে চান। এ কারণে দল পুনর্বিন্যাসের ক্ষেত্রে তারেক রহমানের মতামতকে গুরুত্ব দিচ্ছেন তিনি। দেখা যাক শেষ পর্যন্ত কোথাকার জল কোথায় গিয়ে পড়ে?
বিষয়: বিবিধ
৬০৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন